For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তরুণদের ধারাবাহিক সুযোগ দিতে বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বুধবার মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারতীয় দল। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এই ম্যাচ দিয়েই প্রস্তুতি শুরু করে দিচ্ছে কোহলি অ্যান্ড কোম্পানি।

  • |
Google Oneindia Bengali News

বুধবার মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে ভারতীয় দল। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এই ম্যাচ দিয়েই প্রস্তুতি শুরু করে দিচ্ছে কোহলি অ্যান্ড কোম্পানি। সিরিজে ভারতীয় দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল রয়েছে। সেই নিয়ে দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'তরুণদের হাতেই এখন দেশের ভবিষ্যত। '

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তরুণদের ধারাবাহিক সুযোগ দিতে বলছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রসঙ্গত টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় বোলিং ইউনিটে নতুনদের ভিড়। প্রোটিয়াদের বিরুদ্ধে দলে পেস বিভাগে এবার জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার নেই। রয়েছেন তরুণ তিন পেসার খলিল আহমেদ, নভদীপ সাইনি ও দীপক চাহার। স্পিন বিভাগে রাহুল চাহার ও ওয়াশিংটন সুন্দর। এছাড়া মিডল অর্ডারে রয়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়রদের মতো উঠতি প্রতিভা।

এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, 'এই মুহূর্তে ভারতীয় ক্রিকেট তরুণদের কাঁধের উপর দাঁড়িয়ে রয়েছে। পরের বছর অস্ট্রেলিয়ার মাটিতে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে ভালো পারফর্ম্যান্স করতে হলে, এখন থেকে তরুণদের ধারাবাহিকভাবে সুযোগ দিতে হবে। ইংল্যান্ডের মাটিতে ২০১৯ বিশ্বকাপের আগে দলের কম্বিনেশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটা হওয়া উচিত না। এখন থেকে তরুণদের বেছে নিয়ে চূড়ান্ত দলের পরিকল্পনা তৈরি করা উচিত। '

সঙ্গে সৌরভ বলেন, 'ভারতীয় বোলিংয়ে এখন প্রচুর বৈচিত্র্য, তরুণরা দারুণ বোলিং করছে। দলে ভুবি, বুমরাহ, শামির মতো অভিজ্ঞতা যেমন রয়েছে দীপক, খলিল, নভদীপরাও প্রতিশ্রুতিমান। ধারাবাহিকভাবে সুযোগ পেলে বিশ্বকাপের আগে এরা নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।'

English summary
Ind vs Sa: Sourav ganguly says, young talent needs consistent run for india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X