For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: আবহাওয়া রিপোর্ট কী বলছে, বৃষ্টি ভ্রুকুটি নিয়ে কী ভবিষ্যদ্বাণী

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে ধর্মশালায় প্রথম লড়াই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। বেঙ্গালুরুতে সিরিজ ফয়সলার তৃতীয় লড়াইতেও কী সেই সম্ভাবনা? কী বলছে হাওয়া অফিসের রিপোর্ট, জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে ধর্মশালায় প্রথম লড়াই বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল। বেঙ্গালুরুতে সিরিজ ফয়সলার তৃতীয় লড়াইতেও কী সেই সম্ভাবনা? কী বলছে হাওয়া অফিসের রিপোর্ট, জেনে নিন।

ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ শুরু কখন

বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি সিরিজের শেষ লড়াই শুরু হচ্ছে সন্ধ্যে ৭টায়। টস হবে সন্ধ্য ৬.৩০ মিনিটে। প্রসঙ্গত ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টি-টোয়েন্টিতে ভারতের সিরিজ জয়ের নজির নেই। এর আগে ২০১৫ সালে ভারত সফরে এসে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বেঙ্গালুরুতে এদিন ম্যাচ জিতে কোহলিরা ঘরের মাঠে প্রথমবার প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারে কিনা, সেটাই এখন দেখার।

বৃষ্টির পূর্বাভাস নিয়ে কী বলছে হাওয়া অফিস?

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, তৃতীয় টি-টোয়েন্টি মহারণে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। সারা দিন ধরেই বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমন কী ম্যাচের আগে বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও জানানো হয়েছে। সেক্ষেত্রে ম্যাচে বৃষ্টি বাধা হতে পারে।

সিরিজের ফল

প্রথম ম্যাচ বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিয়েছে ভারত। মোহালিতে প্রথমে বোলিং করে দক্ষিণ আফ্রিকাকে ১৪৯ রানে গুটিয়ে দেওয়ার পর ম্যাচের এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত। সৌজন্যে কোহলির দুরন্ত ইনিংস। ৫২ বলে ৭২ রান করে ভারতকে ম্যাচ জিতিয়ে দলকে ১-০ এগিয়ে দেন কোহলি।

English summary
Ind vs Sa: 3rd t-20's weather prediction, rain may hit in match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X