For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থ ভারতকে প্রথমবার নেতৃত্ব দিয়েই গড়লেন একাধিক নজির, টপকে গেলেন ধোনিকেও

Google Oneindia Bengali News

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। আজ জিতলে ভারত টানা ১৩টি টি ২০ আন্তর্জাতিক জিতবে। রোহিত শর্মা, লোকেশ রাহুল না থাকায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। এদিন টস করতে গিয়েই তিনি গড়ে ফেললেন একাধিক নজির।

পন্থ ভারতকে প্রথমবার নেতৃত্ব দিয়েই গড়লেন একাধিক নজির

টি ২০ আন্তর্জাতিকে ভারতের সবচেয়ে কম বয়সের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়ার নিরিখে ঋষভ পন্থ রইলেন সুরেশ রায়নার পরেই। তবে এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন মহেন্দ্র সিং ধোনিকে। ২৩ বছর ১৯৭ দিনের মাথায় ভারতকে টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন রায়না। পন্থ আজ ভারতের অধিনায়কত্ব করছেন তাঁর ২৪ বছর ২৪৮ দিনের মাথায়। ধোনি ভারতকে প্রথম টি ২০ আন্তর্জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন ২৬ বছর ৬৮ দিনের মাথায়।

ঋষভ পন্থ বলেন, আমার কেরিয়ারে আজকের দিনটি অন্যতম গর্বের। দিল্লির ছেলে হিসেবে দিল্লির হয়ে খেলেছি। আজ সেখানেই দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। এটা আমার কাছে বিরাট ব্যাপার। সৈয়দ কিরমানি, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিং ধোনির পর ঋষভ পন্থ হলেন চতুর্থ কিপার যিনি ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের অধিনায়ক হয়েছিলেন। কিন্তু কুঁচকির চোটের কারণে তিনি ছিটকে গিয়েছেন।

আজ দীনেশ কার্তিক ও ওয়েইন পারনেলের কামব্যাকও খুব গুরুত্বপূর্ণ। দক্ষিণ আফ্রিকার পেসার পারনেল শেষ টি ২০ আন্তর্জাতিক খেলেছিলেন ২০১৭ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপর আজই প্রথম দেশের হয়ে তিনি টি ২০ খেলছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে দেশের হয়ে শেষবার টি ২০ আন্তর্জাতিকে দেখা গিয়েছিল দীনেশ কার্তিককে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের দৌলতে কার্তিকও রয়েছেন ভারতের প্রথম একাদশে। ভারত টস হেরে ব্যাট করতে নেমে বড় রানের দিকেই এগোচ্ছে। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৮৭। ১১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪৮ বলে ৭৬ রান করেন ওপেনার ঈশান কিষাণ। ১৫ বলে ২৩ করেন অপর ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। শ্রেয়স আইয়ার করেছেন ২৭ বলে ৩৬ রান।

রোহিতের উত্তরসূরী হিসেবে কাকে এগিয়ে রাখলেন হরভজন? দক্ষিণ আফ্রিকা সিরিজে কে করতে পারেন বাজিমাত? রোহিতের উত্তরসূরী হিসেবে কাকে এগিয়ে রাখলেন হরভজন? দক্ষিণ আফ্রিকা সিরিজে কে করতে পারেন বাজিমাত?

English summary
Ind vs SA 1st T20I: Rishabh Pant Becomes The Second-Youngest Captain To Lead India In Men's T20Is. Pant Became The Fourth Keeper To Lead India In International Cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X