For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের থেকে কোথায় এগিয়ে ভারত, কী বলছেন লিটল মাস্টার

রবিবার মেগা ম্যাচ, ম্যাঞ্চেস্টারে ভারত-পাক মহারণ। মাঠে বল গড়ানোর আগে ম্যাচ নিয়ে বিশ্লেষণে ক্রিকেটঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর।

  • |
Google Oneindia Bengali News

রবিবার মেগা ম্যাচ, ম্যাঞ্চেস্টারে ভারত-পাক মহারণ। মাঠে বল গড়ানোর আগে ম্যাচ নিয়ে বিশ্লেষণে ক্রিকেটঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর।

পাকিস্তানের থেকে কোথায় এগিয়ে ভারত, কী বলছেন লিটল মাস্টার

এক সাক্ষাৎকারে সচিন জানিয়েছেন, পাকিস্তানের চেয়ে খাতায় কলমে তিন বিভাগেই এগিয়ে রয়েছে ভারত। লিটল মাস্টার বলেন, 'ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিন বিভাগেই ভারতকে নম্বর দিতে হবে। টুর্নামেন্টে দুই ম্যাচেই তিন বিভাগই দারুণ পারফর্ম করেছে।' পাকিস্তান ম্যাচে ভারতীয় দল তিন বিভাগের এই ফর্ম ধরে রাখতে পারবে বলে আশাবাদী মাস্টার ব্লাষ্টার।

উল্লেখ্য চলতি বিশ্বকাপে দুই ম্যাচ খেলে দুই ম্যাচেই প্রতিপক্ষকে অল-আউট করতে পেরেছে ভারতীয় দল। সেই সঙ্গে ব্যাট হাতে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের দুই জন দুই ম্যাচে শতরান করেছেন। প্রোটিয়া ম্যাচে কোহলি বড় রান না পেলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ৮২ রানের অধিনায়কোচিত দামি ইনিংস খেলেছেন বিরাট।

উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ বিশ্বকাপে মাঠে নামার আগে এবার পাকিস্তানের থেকে ভারত কোথায় এগিয়ে, সেটাও জানিয়ে দিলেন ক্রিকেটঈশ্বর।

সচিন বলেন,'দুই দলের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য চাপ নেওয়ার। কঠিন পরিস্থিতিতে ভারত অনেক বেশি চাপ নেওয়ার ক্ষমতা রাখে, তুলনায় চাপের মুহূর্তে পাকিস্তান দল ভেঙে পড়ে। সেকারণেই ম্যাচে অ্যাডভান্টেজে থাকবে ভারত।'

প্রসঙ্গত,অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে ব্যাটিং ধসের মুখে পড়ে ম্যাচ হেরেছে পাকিস্তান। ওয়ার্নারের শতরানের ব্যাটিং বিস্ফোরণের পরও আমিরের পাঁচ উইকেটে ভর করে অজিদের ৩০৭ রানে বেঁধে ফেলেছিল পাকিস্তান।

জবাবে রান তাড়া করতে নেমে চাপের মুহূর্তে একাধিক উইকেট ছুঁড়ে দিয়ে জেতা ম্যাচ ৪১ রানে হেরে বসে সরফরাজরা।২ উইকেটের ব্যবধানে ১৩৬ রান তোলার পর একসময় মাত্র ২৪ রানে চার উইকেট দিয়ে বসে পাক দল।

সেই ম্যাচের প্রসঙ্গ টেনে সচিন বলেন, 'পাক-অস্ট্রেলিয়া ম্যাচে দেখলাম, চাপে পরে উইকেট ছুঁড়ে দিয়ে এসে ম্যাচ হারল পাকিস্তান। তুলনায় ভারতীয় দল অনেক বেশি চাপ নেওয়ার ক্ষমতা রাখে সেজন্যই ভারত-পাক ম্যাচে কোহলিরাই এগিয়ে রয়েছে।'

English summary
Ind vs pak, icc cricket world cup 2019, Sachin Tendulkar pointed out difference between two sides
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X