For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম নিউজিল্যান্ড: প্রথম টেস্টের বল গড়ানোর আগে কোহলির জন্য লক্ষ্মণের পরামর্শ

ভারত বনাম নিউজিল্যান্ড: প্রথম টেস্টের বল গড়ানোর আগে কোহলির জন্য লক্ষ্মণের পরামর্শ

  • |
Google Oneindia Bengali News

বিশ্বের এক নম্বর টেস্ট দলের সামনে এবার কিউয়ি পরীক্ষা। শুক্রবার থেকে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারত। ২১ ফেব্রুয়ারি থেকে প্রথম ম্যাচ এরপর ২৯ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় টেস্ট শুরু। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টের প্রথম বল গড়ানোর আগে এবার বিরাট কোহলিকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন ভি ভি এস লক্ষ্মণ।

হাড্ডাহাড্ডি লডা়ইয়ে প্রত্যাশায় লক্ষ্মণ

হাড্ডাহাড্ডি লডা়ইয়ে প্রত্যাশায় লক্ষ্মণ

সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক কলামে লক্ষ্মণ লিখেছেন, 'টেস্টে দুই দলই খুবই শক্তিশালী। নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের টেস্টে হারানো কঠিন। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় দল টেস্টে এক নম্বর। সেক্ষেত্রে দুদলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্য়াশা রাখছি।

ভারতের কজন ব্যাটসম্যান খেলানো উচিত

ভারতের কজন ব্যাটসম্যান খেলানো উচিত

লক্ষ্মণ তাঁর কলামে লিখেছেন, 'টেস্টে ভারত ছয় জন ব্যাটসম্যান খেলাক।' সেই সঙ্গে উইকেট কিপার হিসেবে ঋদ্ধিমান সাহাকে এগিয়ে রেখেছেন লক্ষ্মণ। আর তিন পেসার ও এক স্পিনার খেলানো পক্ষে এই প্রাক্তনি।

হনুমাকে নিয়ে যা বললেন লক্ষ্মণ

হনুমাকে নিয়ে যা বললেন লক্ষ্মণ

ওয়েলিংটন টেস্টের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে হনুমা সেঞ্চুরি করেছিলেন। সেই প্রসঙ্গে লক্ষ্মণ জুড়েছেন, 'ভারত পাঁচ বোলার নিয়ে দল সাজালে হনুমা বাদ পড়েন। কিন্তু মিডল অর্ডারে পূজারার সঙ্গে ও ধৈর্য্যশীল ইনিংস খেলে দলের স্কোরবোর্ড সচল রাখতে পারে। ছয় ব্যাটসম্যান খেলালে ওর সুযোগ পাওয়া উচিত।'

পৃথ্বী ও শুভমানকে নিয়ে লক্ষ্মণের মন্তব্য

পৃথ্বী ও শুভমানকে নিয়ে লক্ষ্মণের মন্তব্য

লক্ষ্মণের মতে, 'প্রস্তুতিতে দ্বিতীয় ইনিংসে মায়াঙ্ক রানে ফিরেছেন। মায়াঙ্কের সঙ্গে ওপেনিংয়ে পৃথ্বী থাকবেন। সেক্ষেত্রে শুভমান গিলের সঙ্গে ম্য়ানেজমেন্টের কথা বলা উচিত। দলে ওর ভূমিকা কী, সেটা পরিষ্কার করে দেওয়া উচিত। কোনও দিন ওপেনিং করে পরের ম্য়াচেই মিডল অর্ডারে ব্যাটিং সামলানো কঠিন। দল শুভমানের থেকে ঠিক কী চায়,সেটা ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে।'

English summary
Ind vs NZ: VVS Laxman suggests India should play 6 batsmen in New Zealand Tests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X