For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম নিউজিল্যান্ড: কিউয়ি সফরে কিপিংয়ে কাকে দেখতে চান বিরাট, জানিয়ে দিলেন অধিনায়ক

ভারত বনাম নিউজিল্যান্ড: কিউয়ি সফরে কিপিংয়ে কাকে দেখতে চান বিরাট, জানিয়ে দিলেন অধিনায়ক

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ওডিআই সিরিজ জয় এখন অতীত। চারদিন পরই নিউজিল্যান্ডের মাটিতে মেন ইন ব্লুকে টি-টোয়েন্টি মহারণে নেমে পড়তে হচ্ছে। ২৪ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি মহারণ। ইতিমধ্যেই কোহলিদের শয়নে-স্বপনে এখন 'কিউয়ি যুদ্ধ'। সেই সিরিজে দলের কিপার হিসেবে পছন্দের নাম জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট।

কিপিংয়ে আপাতত পরিবর্তন চান না বিরাট

ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে মুম্বই ম্যাচে পন্থ চোট পাওয়ায় রাজকোট ও বেঙ্গালুরু ওডিআইয়ে লোকেশ রাহুল কিপিং করেন। দস্তানা হাতে ভরসা দিয়েছেন রাহুল। যারপর তাঁকেই দলের কিপিংয়ে রাখতে চান কোহলি। আপাতত কোনওধরনের পরিবর্তন চাইছেন না বিরাট।

পন্থ ফিরলেও কিপিংয়ে রাহুলে আস্থা

পন্থ ফিরলেও কিপিংয়ে রাহুলে আস্থা

বেঙ্গালুরুতে অজি বধের পর ভারত অধিনায়ক বিরাট বলেছেন, 'আপাতত লোকশ রাহুলই কিপার হিসেবে খেলবেন।' উল্লেখ্য রবিবার সিরিজ ডিসাইডার ম্যাচে পন্থ সুস্থ হয়ে দলে থাকলেও রাহুলকে দিয়ে টিম ম্যানেজমেন্ট কিপিং করায়।

রাহুল কিপিং করলে অ্যাডভান্টেজ

রাহুল কিপিং করলে অ্যাডভান্টেজ

দলের সঠিক কম্বিনেশন প্রসঙ্গে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট বলেন,'এই মুহূর্তে আমরা একটা সঠিক কম্বিনেশন তৈরির পথে। সেকারণে বারবার ব্যাটিং অর্ডার নিয়ে পরিবর্তনে যাব না। এর ফলে দলের ক্রিকেটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। দলে কোনও পরিবর্তন না করে আমরা টানা দুটো ম্যাচ জিতেছি। দলে এত সুন্দর ভারসাম্য থাকলে পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করি না।' সেক্ষেত্রে দলে ফের নিজের জায়গা পাকা করতে ঋষভ পন্থকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলাই যায়।

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা

রাহুল দ্রাবিড়ের সঙ্গে তুলনা

বিরাট আরও বলেছেন, 'রাহুল কিপিং করলে আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যানকে পাচ্ছি। দলের ভারসাম্য এতে আরও অনেক বেশি শক্তিশালী হচ্ছে। অতীতে ফিরে গিয়ে দেখুন, ২০০৩ বিশ্বকাপে রাহুল দ্রাবিড় স্যার কিপিং করেছিল। দলের সঠিক কম্বিনেশনে, তিনি কিপিং করায় ব্যাটিং শক্তিশালী হয়েছিল। আর লোকেশ যেকোনও পজিশনে ব্যাটিং করতে প্রস্তুত। ভালো মানের ব্যাটসম্যান হওয়ার কারণে রাহুল একাধিক পজিশনে ব্যাটিং করতে পারছে।'

English summary
Ind vs Nz: virat kohli named who will be keeper in team india for upcoming days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X