For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপার ওভারে স্নায়ুর চাপ ধরে রাখতে পারে না নিউজিল্যান্ড, ৭ সুপার ওভার ৬ বার হার!

সুপার ওভারে স্নায়ুর চাপ ধরে রাখতে পারে না নিউজিল্যান্ড, ৭ সুপার ওভার ৬ বার হার!

  • |
Google Oneindia Bengali News

সুপার ওভারে বারে বারেই ফেল করে নিউজিল্যান্ড, পরিসংখ্যান এমনটাই বলছে। এদিন হ্য়ামিলটনে ভারতের বিরুদ্ধে হারের পর সংখ্যাটা দাঁড়াল ৬। আন্তর্জাতিক ক্রিকেটে ৭ বার সুপার ওভারে মুখোমুখি হয়ে কিউয়ি দল ৬ বার হেরে বসেছে।

সুপার ওভারে স্নায়ুর চাপ ধরে রাখতে পারে না নিউজিল্যান্ড, ৭ সুপার ওভার ৬ বার হার!

১) টি-২০ ক্রিকেটের প্রথম টাই ম্যাচ খেলেছিল নিউজিল্যান্ড। সালটা ২০০৬। সেবার অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড মহারণ। টাই ম্যাচে বোল আউটয়ে ম্যাচের ফল নির্ধারণ করা হয়। নির্ধারিত ওভার দুই দলই ১২৬ রান তুলেছিল। শেষ পর্যন্ত বোল আউটে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে নিউজিল্যান্ড জিতেছিল।

২) এরপর টি-২০ ক্রিকেটে ম্যাচ টাই হলে, সুপার ওভার শুরু হয়। ২০০৮ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ জিতেছিল কিউয়িরা। নির্ধারিত ওভারে দুই দলই ২১৪ রান করে। এরপর সুপার ওভারে নিউজিল্যান্ড ৯ ও অস্ট্রেলিয়া ৬/১।

৩) ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুপার ওভারে ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে নিউজিল্য়ান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ১৫৫ রান তোলে। যার পর সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২৫/২ রান তুলেছিল। নিউজিল্যান্ড ১৫/২ রান তুলে ম্যাচ হারে

৪) টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ-২০১২ সালে টি-২০ বিশ্বকাপের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা দুই দলই ১৭৪ রান তুলেছিল। এরপর সুপার ওভারে শ্রীলঙ্কা ১৩/১ রান তোলে। নিউজিল্যান্ড ৭/১ রান তুলে ম্যাচ হারে।

৫) বিশ্বকাপের ম্যাচ- ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ সুপার ওভারের থ্রিলার লড়াই। যেখানে ম্যাচ হেরে বসেছিল নিউজিল্যান্ড। নির্ধারিত পঞ্চাশ ওভারে দুই দল ২৪১ রান তোলে। এরপর সুপার ওভারেও দুই দল ১৫ রান তোলে। সেক্ষেত্রে ম্য়াচে বাউন্ডার কাউন্টের নিয়মে ম্যাচ নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ জেতে ইংল্যান্ড।

৬) নভেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের সুপার ওভারে হার। ১১ ওভারে ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দল ১৪৬ রান তুলেছিল। পরে সুপার ওভারে ইংল্যান্ড ১৭/০ রান তোলে। নিউজিল্যান্ড ৮/১ রান করে।

৭) ভারতের বিরুদ্ধে হার
হ্যামিলটনে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে এদিন নিউজিল্যান্ড ১৮০ রান তাড়া করে ১৭৯ রানে থামে। ফলে ম্যাচ টাই হয়। সুপার ওভারে এরপর ১৭ রান তুলে ভারতকে কিউয়ি দল ১৮ রানের টার্গেট ছুঁড়ে দেয়। শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন রোহিত। সুপার ওভারে ভারত ২০ রান করে।

English summary
Ind vs Nz: New Zealand 6 losses in 7 super over, tie-breakers history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X