For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওডিআই সিরিজে ভারতকে ৩-০ হোয়াইট ওয়াশ করে টি-২০ হোয়াইট ওয়াশের বদলা নিল নিউজিল্যান্ড

ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় ওডিআই, টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিউজিল্যান্ডের

  • |
Google Oneindia Bengali News

বে ওভাল ওডিআইয়ে ভারতকে হারিয়ে ৩-০ ওডিআই সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড। সিরিজে ভারতকে হোয়াইট ওয়াশ করল কিউয়ি দল। ২৯৭ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড।

নির্বিষ বোলিংয়ের কারণে ২৯৬ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিততে পারল না ভারত। মাঝে স্পিনার চাহাল ৩ উইকেট নিয়ে লড়াই দিতেও পেসাররা উইকেট পেলেন না। যেকারণে অনায়াসেই ম্যাচ জিতে ভারতকে ৩-০ হারাল নিউজিল্যান্ড।

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FmyKhelBengali%2Fvideos%2F793268934502464%2F&show_text=0&width=267" width="267" height="476" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>

ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং নেয়। কিউয়িদের আমন্ত্রণ মতো শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ভারত স্কোরবার্ডে ২৯৬ রান তোলে। সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় আজ সীমিত ওভারের শেষ ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ভারতীয় দলের দুর্দান্ত পারফর্ম্যান্স। ব্যাটে এদিন ১১২ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে চালকের আসনে তুলে ধরেন লোকেশ রাহুল। ওডিআইতে এটি রাহুলের চতুর্থ সেঞ্চুরি। চার নম্বরে শ্রেয়স আইয়ার ৬২ ও পৃথ্বী শ ৪০ রান করে আউট হন। ছয় নম্বরে নেমে মনীশ ৪২ রান হাঁকান। বলে বল হাতে বুমরাহ-শার্দুলদের ব্যর্থতার জন্য ম্যাচে হার, সেই সঙ্গে সিরিজে ০-৩ এ হার!

নির্বিষ বোলিংয়ের কারণে নিউজিল্যান্ডের সামনে লজ্জার সিরিজ হোয়াইট ওয়াশ ভারতের

Newest First Oldest First
3:07 PM, 11 Feb

ওডিআই সিরিজে ভারতকে ৩-০ হোয়াইট ওয়াশ করে টি-২০ হোয়াইট ওয়াশের বদলা নিল নিউজিল্যান্ড। বে ওভালে ৫ উইকেটে ম্যাচ জিতল নিউজিল্যান্ড।
3:03 PM, 11 Feb

২১ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি হ্যান্ডহোমের। নিউজিল্যান্ড ৩-০ জয় শুধু সময়ের অপেক্ষা।
2:48 PM, 11 Feb

তৃতীয় ওডিআই ম্যাচে ৪২ বলে নিউজিল্যান্ডের ৪২ রান প্রয়োজন। ভারতের সামনে সিরিজ হোয়াইট ওয়াশের চিন্তা।
2:32 PM, 11 Feb

কিউয়িদের পঞ্চম উইকেটের পতন। আউট নিশাম।চাহালের বোলিংয়ের বিরুদ্ধে নিশামের হাতে ক্য়াচ দিয়ে আউট হলেন।
2:05 PM, 11 Feb

এর আগে চাহালের বলে ক্যাচ দিয়ে কেন উইলিয়ামসন ২২ রানে ও টস টেলার ১২ রান করে জাদেজার বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন।
2:04 PM, 11 Feb

নিউজিল্যান্ড ১৮৯/৪।
2:04 PM, 11 Feb

শার্দুলের হলে উইকেটকিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে ৮০ রানে আউট নিকহোলস।
2:03 PM, 11 Feb

তিন উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড।কেন উইলিয়ামসন, রস টেলারের পর সেট হয়ে যাওয়া হেনরি নিকহোলসের উইকেটের পতন।
1:26 PM, 11 Feb

২৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৪/১। ম্যাচ জিততে কিউয়িদের এখনও ১৫০ বলে ১৫৩ রান প্রয়োজন।
12:55 PM, 11 Feb

নিউজিল্যান্ড ১০৬/১।
12:53 PM, 11 Feb

বোল্ড গাপ্টিল। ৪৬ বলে ৬৬ রান করে চাহালের শিকার হয়ে আউট হলেন। গাপ্টিলের অফ স্টাম্প নাড়িয়ে দিলেন চাহাল।
12:49 PM, 11 Feb

১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১০৩/০। চালকের আসনে কিউয়ি দল।
12:35 PM, 11 Feb

২৯ বলে গাপ্টিলের হাফ সেঞ্চুরি। ১১ ওভার শেষ কিউয়িরা ৭৮/০
12:27 PM, 11 Feb

৯ ওভার শেষে নিউজিল্যান্ড ৬৩/০। ২৭ বল ৪৩ রানে পৌঁছে গিয়েছেন মার্টিন গাপ্টিল।
12:00 PM, 11 Feb

৩ ওভার শেষে ২০ রান তুলল নিউজিল্যান্ড। ১১ বলে ১৭ রান গাপ্টিল ব্যাটিং করছেন।
11:56 AM, 11 Feb

রান তাড়া করতে নেমে ২ ওভার শেষে নিউজিল্য়ান্ড ১৭ রান তুলেছে।
11:19 AM, 11 Feb

নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে ২৯৬ রান তুলল ভারত। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের ২৯৭ রান করতে হবে।
10:58 AM, 11 Feb

দুই সেট ব্যাটমস্যান আউট। ফলে ম্যাচে সাময়িকভাবে চালকে আসনে ফিরল নিউজিল্যান্ড।
10:57 AM, 11 Feb

৪২ রান করে আউট হলেন মনীশ পান্ডে। হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এলেন পান্ডে। বেনেটের ওভারে স্যান্টারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরলেন।
10:55 AM, 11 Feb

১১২ রান করে আউট হলেন লোকেশ রাহুল। বেনেটের বলে জেমিসনের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন।
10:44 AM, 11 Feb

১০৪ বলে সেঞ্চুরি হাঁকালেন লোকেশ রাহুল। ওডিআইয়ে এটি রাহুলের চতুর্থ সেঞ্চুরি।
10:40 AM, 11 Feb

৪৪ ওভার শেষে ভারত ২৪৭/৪। সেঞ্চুরি দরজায় দাঁড়িয়ে রয়েছেন লোকেশ রাহুল।
10:40 AM, 11 Feb

৩৬ রানে ব্যাটিং করছেন মনীশ পান্ডে।
10:40 AM, 11 Feb

শর্ট অফ দ্য ক্রিজ হয়েও রান আউট থেকে বেঁচে গেলেন মনীশ পান্ডে। স্যান্টনার স্টাম্পে বল ঠেকানোর আগে পা ঠেকিয়ে দেন।
10:24 AM, 11 Feb

৪০ ওভার শেষে ভারত ২১৭/৪
10:13 AM, 11 Feb

৩৭ ওভার শেষে ২০০ রানের গণ্ডি ছুঁল ভারত। ৩৭ ওভার শেষে ভারত ২০৩/৪
10:13 AM, 11 Feb

রান আউটের সুযোগ হাতছাড়া করল নিউজিল্যান্ড। স্যান্টনারের থ্রো উইকেটে লাগলে নিশ্চিত আউট ছিলেন রাহুল।
9:43 AM, 11 Feb

ভারত ১৬২/৪
9:42 AM, 11 Feb

৬৩ বলে ৬২ রান করে আউট হলেন আইয়ার। নিশামের বলে গ্র্যান্ডহোমের হাতে ক্যাচ ছুঁড়ে দিয়ে এলেন। ভারতের চতুর্থ উইকেটের পতন।
9:42 AM, 11 Feb

আউট শ্রেয়স। রাহুলের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ হাঁকিয়ে আউট হলেন আইয়ার।
READ MORE

English summary
Ind VS Nz: 3rd odi, New Zealand Won the toss elected to Bowl first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X