ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে টস জিতে নিউজিল্যান্ড ফিল্ডিং নেয়। কিউয়িদের আমন্ত্রণ মতো শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ভারত স্কোরবার্ডে ২৯৬ রান তোলে। সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় আজ সীমিত ওভারের শেষ ম্যাচ খেলতে নেমে ব্যাটিংয়ে ভারতীয় দলের দুর্দান্ত পারফর্ম্যান্স। ব্যাটে এদিন ১১২ রানের ঝকঝকে ইনিংস খেলে দলকে চালকের আসনে তুলে ধরেন লোকেশ রাহুল। ওডিআইতে এটি রাহুলের চতুর্থ সেঞ্চুরি। চার নম্বরে শ্রেয়স আইয়ার ৬২ ও পৃথ্বী শ ৪০ রান করে আউট হন। ছয় নম্বরে নেমে মনীশ ৪২ রান হাঁকান। বলে বল হাতে বুমরাহ-শার্দুলদের ব্যর্থতার জন্য ম্যাচে হার, সেই সঙ্গে সিরিজে ০-৩ এ হার!
Newest FirstOldest First
3:07 PM, 11 Feb
ওডিআই সিরিজে ভারতকে ৩-০ হোয়াইট ওয়াশ করে টি-২০ হোয়াইট ওয়াশের বদলা নিল নিউজিল্যান্ড। বে ওভালে ৫ উইকেটে ম্যাচ জিতল নিউজিল্যান্ড।
3:03 PM, 11 Feb
২১ বলে দুরন্ত হাফ সেঞ্চুরি হ্যান্ডহোমের। নিউজিল্যান্ড ৩-০ জয় শুধু সময়ের অপেক্ষা।
2:48 PM, 11 Feb
তৃতীয় ওডিআই ম্যাচে ৪২ বলে নিউজিল্যান্ডের ৪২ রান প্রয়োজন। ভারতের সামনে সিরিজ হোয়াইট ওয়াশের চিন্তা।
2:32 PM, 11 Feb
কিউয়িদের পঞ্চম উইকেটের পতন। আউট নিশাম।চাহালের বোলিংয়ের বিরুদ্ধে নিশামের হাতে ক্য়াচ দিয়ে আউট হলেন।
2:05 PM, 11 Feb
এর আগে চাহালের বলে ক্যাচ দিয়ে কেন উইলিয়ামসন ২২ রানে ও টস টেলার ১২ রান করে জাদেজার বলে বিরাটের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরেছেন।
2:04 PM, 11 Feb
নিউজিল্যান্ড ১৮৯/৪।
2:04 PM, 11 Feb
শার্দুলের হলে উইকেটকিপার রাহুলের হাতে ক্যাচ দিয়ে ৮০ রানে আউট নিকহোলস।
2:03 PM, 11 Feb
তিন উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড।কেন উইলিয়ামসন, রস টেলারের পর সেট হয়ে যাওয়া হেনরি নিকহোলসের উইকেটের পতন।
1:26 PM, 11 Feb
২৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১৪৪/১। ম্যাচ জিততে কিউয়িদের এখনও ১৫০ বলে ১৫৩ রান প্রয়োজন।
12:55 PM, 11 Feb
নিউজিল্যান্ড ১০৬/১।
12:53 PM, 11 Feb
বোল্ড গাপ্টিল। ৪৬ বলে ৬৬ রান করে চাহালের শিকার হয়ে আউট হলেন। গাপ্টিলের অফ স্টাম্প নাড়িয়ে দিলেন চাহাল।
12:49 PM, 11 Feb
১৫ ওভার শেষে নিউজিল্যান্ড ১০৩/০। চালকের আসনে কিউয়ি দল।
12:35 PM, 11 Feb
২৯ বলে গাপ্টিলের হাফ সেঞ্চুরি। ১১ ওভার শেষ কিউয়িরা ৭৮/০