For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রেয়সের প্রথম শতরান, রাহুলের সেরা ফিনিশিং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

শ্রেয়সের প্রথম শতরান, রাহুলের সেরা ফিনিশিং, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে প্রথম শতরান হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে বড় রানের স্কোরে পৌঁছে দিলেন শ্রেয়স আইয়ার। চার নম্বরে ব্যাটিং করতে নেমে হাফ সেঞ্চুরি এলেও এতদিন সেঞ্চুরি হাঁকাতে পারছিলেন না। এদিন সেই অভাবই পূরণ করলেন। ১০১ বলে শতরান হাঁকিয়ে দলকে টেনে তোলেন। এটি শ্রেয়সের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০৩ রানে আউট হন শ্রেয়স। ইনিংস সাজানো ১১টি চার ও ১টি ছয় দিয়ে।

নিউজিল্যান্ডকে কত রানের টার্গেট দিল ভারত

হাফ সেঞ্চুরি হাঁকিয়ে বিরাট বড় রানের ভিত গড়ে দিয়েছিলেন। সেই ভিতেরই ব্যাটিং করে শ্রেয়স শতরান করেন। এবং মিডল অর্ডারে পাঁচ নম্বরে নেমে ফিনিশার হিসেবে ইনিংসের শেষটায় ভারতকে চালকের আসনে পৌঁছে দিলেন রাহুল। অনবদ্য ইনিংস খেলে মাঠ ছাড়েন লোকেশ। যার সুবাদে নির্ধারিত পঞ্চাশ ওভারে ভারত ৩৪৭ রান তুলল। ম্যাচ জিততে নিউজিল্যান্ডকে ৩৪৮ রান করতে হবে।

ফিনিশার রাহুল

ওডিআইতে কেন তাঁকে বিরাট পাঁচ নম্বরে ফিনিশার হিসেবে ব্যবহার করতে চান, ব্যাট হাতে আরও একবার প্রমাণ করলেন রাহুল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাজকোট ওডিআইয়ে ৫২ বলে ৮০ রানে ফিনিশার ইনিংস খেলার পর এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচেও রাহুলকে ফিনিশার হিসেবে পাওয়া গেল। কিপার ব্যাটসম্যান হিসেবে কেন তাঁকে ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছে, আরও একবার বুঝিয়ে দিলেন। রাহুল এদিন ৩টি চার ও ৬টি ছক্কা হাঁকিয়েছেন।

বছরের প্রথম সেঞ্চুরি

২০২০ সালে প্রথম সেঞ্চুরির জন্য বিরাটকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিন হাফ সেঞ্চুরি হাঁকিয়ে সোধির বলে বোল্ড হয়ে ফিরলেন।

কেদার যাদবের বিস্ফোরক ব্যাটিং

ইনিংসের শেষে ১৫ বলে ২৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে দলকে ৩৪৭ রানে পৌঁছে দেন। ইনিংসে ৩টি চার ও ১টি ছয় রয়েছে। এই ইনিংসে সুবাদে ভারতীয় দলে তীব্র প্রতিযোগিতার মাঝে ওডিআই দলে মিডল অর্ডারে জায়গা ধরার দাবি তুলে দিলেন কেদার।

English summary
Ind vs NZ 1st Odi:shreyas iyer maiden hundred, rahul finishes 88 runs, india set 348 runs target for Nz
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X