For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলদীপকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল ভারত, ১২ বছর পর টেস্ট খেলছেন উনাদকাট! মীরপুরে ব্যাটিং বাংলাদেশের

  • |
Google Oneindia Bengali News

মীরপুরে আজ থেকে শুরু হলো ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। ভারতীয় দলে একটিই পরিবর্তন। কুলদীপ যাদবের জায়গায় খেলছেন জয়দেব উনাদকাট। বাংলাদেশ দলে দুটি পরিবর্তন হয়েছে।

টস হারল ভারত

ভারত অধিনায়ক লোকেশ রাহুল গতকাল ব্যাটিং অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন। তাঁর খেলার সম্ভাবনা নিয়ে যাবতীয় সংশয় কেটে যায় ব্লেজার পরে তিনি টস করতে যেতেই। টস হেরে রাহুল বলেন, আমাদেরও প্রথমে ব্যাটিংয়ের পরিকল্পনা ছিল। উইকেট নিয়ে কিছুটা সন্দিহান। উইকেটে ঘাস রয়েছে। ফলে পিচ কীরকম আচরণ করবে সে সম্পর্কে নিশ্চিত নই। ফলে টস হারায় হতাশ নই। কোচিং স্টাফ, সিনিয়রদের সঙ্গে কথা বলেছি। প্রথম টেস্ট জয় থেকে যে আত্মবিশ্বাস সঞ্চয় করেছি সেটা মাথায় রেখেই নামব। প্রথম সেশনে উইকেটে কিছুটা আর্দ্রভাব থাকবে। ফলে দ্রুত কিছু উইকেট তুলে নিতে চাইছি। জয়দেব উনাদকাট আসায় কুলদীপ যাদবকে বাইরে রাখতে হয়েছে। এটা কঠিন সিদ্ধান্ত। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল যে কোনও উইকেটে বল ঘোরাতে পারেন। উইকেট অনুযায়ী দলে ভারসাম্যের কথা ভেবেই উনাদকাটকে নেওয়া হয়েছে।

কুলদীপ বাদ

চট্টগ্রাম টেস্টে জয়ের পিছনে ব্যাট ও বল হাতে অবদান রাখা কুলদীপকে বসানোর সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া। ছড়িয়েছে নানা মিম। কুলদীপ প্রথম ইনিংসে কেরিয়ারের সেরা ৪০ রান করেছিলেন, অশ্বিনের সঙ্গে গড়েছিলেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ। প্রথম ইনিংসে কেরিয়ারের সেরা ৪০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন, দ্বিতীয় ইনিংসে ৭৩ রান দিয়ে তিন উইকেট দখল করেন। তাই কুলদীপকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অবাক অনেকেই। তবে বাংলাদেশে এমন ঘটনা আগেও ঘটিয়েছে ভারতীয় দল। ২০১০ সালে চট্টগ্রাম টেস্টেই অমিত মিশ্র ৭ উইকেট নেওয়ার পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছিলেন। তার পরের টেস্টে মীরপুরেই বাদ পড়েন।

১২ বছর পর

জয়দেব উনাদকাটের টেস্ট অভিষেক হয়েছিল ২০১০ সালের ১৬ ডিসেম্বর। তারপর এদিনই তিনি কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলার সুযোগ পেলেন। মাঝে চলে গিয়েছে ১১৮টি টেস্ট। ১২ বছর ২ দিন পর তিনি দেশের হয়ে টেস্ট খেলছেন। প্রথম টেস্ট খেলতে পারেননি ভিসা সমস্যায় বাংলাদেশে দেরিতে পৌঁছনোর কারণে। একটি টেস্ট খেলার পর পরবর্তী টেস্ট খেলতে যে দীর্ঘ সময় ও ম্যাচের ফারাক, সেই পরিসংখ্যানের নিরিখে উনাদকাট রয়েছেন দ্বিতীয় স্থানে। ইংল্যান্ডের গ্যারেথ বেটি ২০০৫ সালের জুনে একটি টেস্ট খেলার পর পরবর্তী টেস্টটি খেলেছিলেন ২০১৬ সালে। মাঝে সময়ের ফারাক ছিল ১১ বছর ১৩৭ দিন, মাঝে ম্যাচ চলে গিয়েছিল ১৪২টি।

বাংলাদেশের ২ পরিবর্তন

বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান টস জিতে বলেন, প্রথম ২ ঘণ্টা কাটিয়ে ফেলাই লক্ষ্য। আশা করি আমরা ভালো করতে পারব। মীরপুরের উইকেট ব্যাটিং সহায়ক। পরের দিকে স্পিনাররা এই উইকেট থেকে সাহায্য আদায় করে নিতে পারেন। বাংলাদেশ দলে ইয়াসির আলি ও ইবাদত হোসেনের জায়গায় খেলছেন মোমিনুল হক ও তাসকিন আহমেদ।

ভারত- লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, মহম্মদ সিরাজ

বাংলাদেশ- নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মোমিনুল হক, শাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালিদ আহমেদ, তাসকিন আহমেদ

উমেশ-অশ্বিনের দাপট, উনাদকাটের নজির! মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে চালকের আসনে ভারতউমেশ-অশ্বিনের দাপট, উনাদকাটের নজির! মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে চালকের আসনে ভারত

English summary
Ind vs Ban: Kuldeep Yadav Has Been Dropped Jaydev Unadkat Is Playing Test After 12 Years. Bangladesh Have Won The Toss And Elected To Bat First.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X