For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দীপক চাহারকে একসময় বাতিল করেছিলেন চ্যাপেল, ধোনির জহুরির চোখ চিনে নিতে ভুল করেনি রত্নকে!

টো-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের নজির গড়ার দিন মনে মনে ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলকে হয়ত ধন্যবাদ দিচ্ছেন দীপক চাহার! কেন? না তাঁর সমালোচনাই প্রথম চাহারের মধ্যে একটা স্পার্ক তৈরি করেছিল।

  • |
Google Oneindia Bengali News

টো-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের নজির গড়ার দিন মনে মনে ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেলকে হয়ত ধন্যবাদ দিচ্ছেন দীপক চাহার! কেন? না তাঁর সমালোচনাই প্রথম চাহারের মধ্যে একটা স্পার্ক তৈরি করেছিল।

চাহারকে বাতিল করেছিলেন গ্রেগ

চাহারকে বাতিল করেছিলেন গ্রেগ

২০১৫ সালে এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে দীপক চাহার বলেছেন,গ্রেগের মন্তব্য ক্রিকেটার হিসেবে তাঁকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। ২০০৮ সালে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন অ্যাকাডেমির ডিরেক্টর ছিলেন গ্রেগ চ্যাপেল। তখন চাহারের মধ্য়ে আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার কোনও রসদ খুঁজে পাননি গ্রেগ। সেটা মুখের উপর বলেও দিয়েছিলেন তিনি।

এরপরই দু'বছর ধরে নিজেকে নিয়ে ঘষামাজা শুরু করেন চাহার। ফিটনেস আর গতি নিয়ে লড়াই শুরু করেন। এরপর সমালোচনা, চোট আঘাতকে অতিক্রম করে রাজস্থানের হয়ে রঞ্জি খেলেছেন। রঞ্জিতে সাফল্য পাওয়ায়, গ্রেগের সমালোচনার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞ! অতীতের ইন্টারভিউয়ে এমনটা জানিয়েছিলেন চাহার।

প্রথম লাইমলাইটে এলেন কীভাবে

প্রথম লাইমলাইটে এলেন কীভাবে

হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জি ট্রফির অভিষেকে ১০ রান খরচ করে ৮ উইকেট তুলে নিয়ে প্রথমবার সংবাদ শিরোনামে উঠে আসেন চাহার।

কেরিয়ারের টার্নিং পয়েন্ট

কেরিয়ারের টার্নিং পয়েন্ট

জহুরীর চোখ চিনে নিয়েছিল চাহারকে। চাহারের কেরিয়ারের সেরা টার্নিং পয়েন্ট চেন্নাই সুপার কিংসে খেলা। ধোনিই চেন্নাইয়ের হয়ে এখন ধারাবাহিকভাবে খেলেন চাহার। হলুদ আর্মির হয়ে ১৭ ম্যাচ খেলে ২২ উইকেট তুলে নিয়েছেন চাহার।ধোনির পরামর্শেই টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন তিনি।

দেশের জার্সিতে এবার চাহারের নজির

দেশের জার্সিতে এবার চাহারের নজির

দেশের জার্সিতে এবার নজির গড়লেন চাহার। নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছেন। চাহারই প্রথম পুরুষ ক্রিকেটার যিনি টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রান খরচ করে ৬ উইকেট পেলেন।

English summary
Ind vs Ban: from rejected by Greg Chappell and selected in csk by Dhoni, Deepak Chahar's journey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X