For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন দিনে টেস্ট জয়, তবুও এই কারণে ইন্দোরেই থাকবে বিরাট অ্যান্ড কোম্পানি

তিন দিনে টেস্ট শেষ। বাংলাদেশের বিরুদ্ধে তিন দিনের মধ্যেই সিরিজে প্রথম টেস্ট জিতে নিল ভারত। এদিন বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট করে ইনিংস ও ১৩০ রানে ইন্দোর টেস্ট জিতে নেয় ভারত। 

  • |
Google Oneindia Bengali News

তিন দিনে টেস্ট শেষ। বাংলাদেশের বিরুদ্ধে তিন দিনের মধ্যেই সিরিজের প্রথম টেস্ট জিতে নিল ভারত। এদিন বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট করে ইনিংস ও ১৩০ রানে ইন্দোর টেস্ট জিতে নেয় ভারত।

তিন দিনে টেস্ট শেষ হলেও ইন্দোরেই থাকবে টিম কোহলি

তিন দিনে টেস্ট শেষ হলেও ইন্দোরেই থাকবে টিম কোহলি

২২ নভেম্বর ইডেন দিন রাতের টেস্ট ম্যাচ। সেক্ষেত্রে ইন্দোরে টেস্ট শেষ হতে বাড়তি দুদিনে হাতে পাচ্ছেন কোহলিরা। অনেকেই মনে করেছিল, সেক্ষেত্রে কলকাতার বিমান ধরতে পারে ভারতীয় দল। কলকাতায় এসে গোলাপি বলের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে পারে ভারত। কিন্তু ভারতীয় দলের পক্ষ থেকে জানানো হয়ে আগামী দুদিন সূচি মতো তারা ইন্দোরেই থাকতে চলেছে।

 কিন্তু কেন

কিন্তু কেন

গোলাপি বলে দিন রাতের টেস্টকে ফোকাস করে রবিবার ইন্দোরে গোধূলির সময় প্রস্তুতি সারবে দল। বিশেষ করে গোধূলিতে গোলাপি বল দেখার ক্ষেত্রে কোনও সমস্যা থাকছে কিনা, সেটা বুঝে নিতে ইন্দোরের মাঠেই দল নিয়ে নেমে পড়বেন অধিনায়ক বিরাট। শুধু ভারতীয় দলই নয়, জানা যাচ্ছে বাংলাদেশ দলও সামনের দুদিন ইন্দোরে থাকছে এবং সেখানেই তারা রাতের আলোয় প্রস্ততি সারবে।

কোহলির মাথায় এখন গোধূলি চিন্তা

কোহলির মাথায় এখন গোধূলি চিন্তা

টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত একজনের মত, 'ভারতীয় দলের কাছে গোধূলির সময়টাই সবচেয়ে চিন্তার। ঐ সময় আকাশের রঙ, মাঠের ফ্লাড লাইটের আলো, সঙ্গে গোলাপি বল। তিনদিকে সামলে ক্রিকেট খেলা কঠিন। সন্ধ্যেতে শিশির ফ্য়াক্টরও থাকছে। সেক্ষেত্রে দিনের শেষ দুই সেশনটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। তাই সেই সময়টাই আরও বেশি করে প্রস্তুতি নিতে চায় ভারত।'

English summary
India vs Bangladesh: Day-Night Test at eden, Indian team to stay in Indore for more practice for twilight condition
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X