For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারীদিবস, সঙ্গে জন্মদিন,বিশ্বকাপ জিতলে সেটাই হতে পারে হরমনপ্রীতের নিজেকে দেওয়া সেরা উপহার

নারীদিবস, সঙ্গে জন্মদিন,বিশ্বকাপ জিতলে সেটাই হতে পারে হরমনপ্রীতের নিজেকে দেওয়া সেরা উপহার

  • |
Google Oneindia Bengali News

রবিবার আন্তর্জাতিক নারীদিবস। সেই সঙ্গে আবার ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরের জন্মদিন। একই দিনে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত। টি-২০ বিশ্বকাপে এই প্রথম ফাইনালে ভারতের মেয়েরা। অজিদের হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হলে আন্তর্জাতিক মহিলা দিবসে সেরা উপহার দিতে পারবে উইমেন ইন ব্লু। সেই সঙ্গে নিজেকেও কেরিয়ারের সেরা জন্মদিনের উপহার দেওয়ার সুযোগের সামনে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কারা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে ২০২০ টি-২০ ক্রিকেট মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে অস্ট্রেলিয়া। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল। অন্যদিক এই প্রথমবারের জন্য ফাইনাল খেলতে চলেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।

অস্ট্রেলিয়া কত বারের চ্যাম্পিয়ন দল

এর আগে অস্ট্রেলিয়া চার বার মহিলাদের টি-২০ ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৮ সব মিলিয়ে চারবার অজিরা চ্যাম্পিয়ন হয়েছে। পঞ্চম খেতাবের লক্ষ্যে এবার রবিবার মাঠে নামবে দল। অন্যদিকে প্রথমবার ট্রফি জয়ের স্বাদ পেতে মাঠে নামবে হরমনপ্রীত কউররা।

অজিদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত

এ গ্রুপের প্রথম ম্যাচে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মাথা নত করেছিল অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে। প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা ক্রিকেট দল ১৩২ রান তুলতে পেরেছিল। জবাবে পুনম যাদবের স্পিনভেল্কিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ১৭ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে।

অজিদের হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত

এ গ্রুপের প্রথম ম্যাচে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে মাথা নত করেছিল অস্ট্রেলিয়া। ২১ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে।প্রথমে ব্যাট করে ভারতীয় মহিলা ক্রিকেট দল ১৩২ রান তুলতে পেরেছিল। জবাবে পুনম যাদবে স্পিনভেল্কিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ১৭ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ অভিযান শুরু করে।

ফাইনালের জন্য স্লো স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতি অজিদের

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতীয় স্পিনার পুনম যাদবের বিরুদ্ধে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ফাইনালে সেই ভুল যাতে দ্বিতীয়বার না হয় তাই ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে স্লো স্পিনারদের বিরুদ্ধে বিশেষ অনুশীলন করেছে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। অজি দলের অধিনায়ক মেগ ল্যানিং বলেছেন, 'শুধু দীপ্তি শর্মাই নয়, ভারতীয় দলের একাধিক স্পিনার গতিতে অনেকটা পরিবর্তন আনতে পারে, তাই স্লো স্পিনারদের বিরুদ্ধে অনুশীলন করা হয়েছে।' প্রসঙ্গত ২০১৮ সালে ল্যনিংয়ের অধিনায়কত্বেই টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়েছিল।

ফাইনাল ম্যাচ দেখবেন কখন

ফাইনাল ম্যাচ দেখবেন কখন

ভারতীয় সময়ে ফাইনাল ম্যাচটি দুপুর ১২.৩০ মিনিট থেকে দেখা যাবে।

English summary
Ind vs Aus Women’s T20 World Cup final: Harmanpreet Kaur has chance to win cup on her birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X