For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটকে থামাতে পরিকল্পনা তৈরি, হুংকার অজি কোচের, ডনের দেশে টেস্টে কোহলির রানের পরিসংখ্যান দেখে নিন

বিরাটকে থামাতে পরিকল্পনা তৈরি, হুংকার অজি কোচের, ডনের দেশে টেস্টে কোহলির রানের পরিসংখ্যান দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

'দিন রাতের পিঙ্ক বল টেস্টে বিরাট কোহলির জন্যে পরিকল্পনা তৈরি রয়েছে'। অ্যাডিলেডে ভারত অজি টেস্ট দ্বৈরথ মাঠে বল গড়ানো আগে হুংকার দিয়ে রাখলেন টিম পেইনদের কোচ জাস্টিন ল্যাঙ্গার। কোহলিকে কীভাবে থামাতে হবে, সেই নিয়ে অস্ট্রেলিয়ার একাধিক পরিকল্পনা তৈরি রয়েছে বলে ল্যাঙ্গার জানালেন।

কোহলিকে নিয়ে কী বললেন অজি কোচ

কোহলিকে নিয়ে কী বললেন অজি কোচ

বিরাটকে নিয়ে প্রতিক্রিয়ায় অজি কোচ বলেন, 'বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি বিরাট সেরা অধিনায়ক। বিরাটের জন্য আমার শ্রদ্ধা রয়েছে। কিন্তু বিরাটের মতো ক্রিকেটারকে থামানোর জন্যে অস্ট্রেলিয়া এবার অনেক খেটে মাঠে নামতে চলেছে। প্রতিপক্ষ দলে বিরাটের উইকেট কতটা দামী আমরা জানি। সেই জন্যেই কোহলিকে থামাতে আমাদের সব প্ল্যানিং তৈরি।'

গতবার ডনের দেশে বিরাটের ব্যাটিং

গতবার ডনের দেশে বিরাটের ব্যাটিং

প্রসঙ্গত ২০১৮-১৯ সফরে ৪ ম্যাচে বিরাট অজিদের বিরুদ্ধে ৭ ইনিংস ব্যাট করে ২৮২ রান হাঁকান। সিরিজে সেবার তিনিই সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় তিন নম্বরে ছিলেন। ইনিংসে সর্বোচ্চ সংগ্রহ ছিল ১২৩ রান। ডনের দেশে সেবার বিরাট ১টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকান।

অজিভূমে ২০১৪-১৫ মরসুমে বিরাটের রান

অজিভূমে ২০১৪-১৫ মরসুমে বিরাটের রান

এর আগে ২০১৪-১৫ সফরে বিরাট অজিদের বিরুদ্ধে ৪ ম্যাচের ৮ ইনিংস ব্যাট করে ৬৯২ রান হাঁকান।সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৬৯ রান। সেবার সিরিজে বিরাট ৪টি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।

২০১২ সালে অজিদের বিরুদ্ধে রান

২০১২ সালে অজিদের বিরুদ্ধে রান

২০১২ সালে অজি ভূমে অ্যাডিলেড টেস্টে বিরাট তাঁর কেরিয়ারের প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন। ছয় নম্বরে ব্যাট করতে নেমে কোহলি ১১৬ রান হাঁকিয়ে আউট হন।

বিরাট বনাম প্যাট কামিন্স

বিরাট বনাম প্যাট কামিন্স

সিরিজে এবার বিরাট বনাম কামিন্সের দ্বৈরথ দেখতে ক্রিকেটদুনিয়া মুখিয়ে রয়েছে। টেস্টে বিরাট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন, বোলিংয়ে শীর্ষস্থানে কামিন্স। ফলে বিশ্বের সেরা দুই ক্রিকেটারের ডুয়েল ভারত-অজি টেস্ট দ্বৈরথে অন্যতম আকর্ষণ।

দিন রাতের পিঙ্ক টেস্টে ভারতীয় দলে ওপেনিংয়ে কাদের বেছে নিলেন বর্ডার-গাভাসকরদিন রাতের পিঙ্ক টেস্টে ভারতীয় দলে ওপেনিংয়ে কাদের বেছে নিলেন বর্ডার-গাভাসকর

English summary
Ind vs Aus: We will have our plans in place for Virat kohli says aus coach justin langer
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X