For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলেন বিরাট, দ্রুততম ১২ হাজারে নতুন নজির কোহলির

কিংবদন্তি সচিনকে টপকে দ্রুততম ১২ হাজারের বিশ্বরেকর্ড বিরাটের

  • |
Google Oneindia Bengali News

ওডিআই ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান বিরাট কোহলির। এদিন ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ২৩ রান হাঁকিয়ে ১২ হাজার রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলন বিরাট। টস জিতে অজিদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচে ক্যানবেরাতে আজ প্রথমে ব্যাটিং ভারতের।

কিংবদন্তি সচিনের রেকর্ড টপকালেন

কিংবদন্তি সচিনের রেকর্ড টপকালেন

ওডিআইতে এদিন ১২ হাজার রানের গণ্ডি ছোঁয়ায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরকে টপকে দ্রুততম হিসেবে নজির গড়েন বিরাট। কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৩০০ ইনিংস খেলে ওডিআই ক্রিকেটে ১২ হাজার রান হাঁকিয়েছিলেন। ওয়ান ডে ক্রিকেটে এতদিন এটাই দ্রুততম ১২ হাজার হাঁকানোর রেকর্ড ছিল।

সচিনের থেকে কত কম ইনিংসে রেকর্ড বিরাটের

সচিনের থেকে কত কম ইনিংসে রেকর্ড বিরাটের

কিংবদন্তি সচিন তেন্ডুলকরের থেকে বিরাট কোহলি ৫৮ ইনিংস কম থেকে ১২ হাজার রানের গণ্ডি ছুঁলেন। ওডিআইয়ে ২৪২ ইনিংস খেলে বিরাট বিশেষ এই মাইলস্টোন স্পর্শ করেন।

একনজরে দ্রুততম ১২ হাজার রান হাঁকানো ক্রিকেটারদের তালিকা

একনজরে দ্রুততম ১২ হাজার রান হাঁকানো ক্রিকেটারদের তালিকা

দ্রুততম হিসেবে ২৪২ ইনিংসে ১২ হাজার ওডিআই রান করে শীর্ষে বিরাট কোহলি। ৩০০ ইনিংসে ১২ হাজার রান হাঁকিয়ে দ্বিতীয় স্থানে কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তৃতীয় স্থানে আরেক কিংবদন্তি রিকি পন্টিং রয়েছেন। ৩১৪ ইনিংস খেলে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক পন্টিং ওডিআইতে ১২ হাজার রান হাঁকান।

প্রথম পাঁচে শেষ দুই স্থানে কারা

প্রথম পাঁচে শেষ দুই স্থানে কারা

এই তালিকায় প্রথম পাঁচের মধ্যে শেষ দুই স্থানে দুই শ্রীলঙ্কান রয়েছেন। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ৩৩৬ ইনিংসে ১২ হাজার ওডিআই রান হাঁকান। অন্যদিকে সনৎ জয়সূর্য ৩৭৯ ইনিংসে ১২ হাজার ওডিআই রান হাঁকিয়েছিলেন।

English summary
Ind vs Aus: Virat Kohli breaks Sachin Tendulkar’s record, hit Fastest 12,000 runs in ODI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X