For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজিভূমে ভারতের বিরুদ্ধে বল গড়ানোর আগেই স্লেজিং শুরু, পূজারাকে নিয়ে কী বললেন প্রাক্তনী

অজিভূমে ভারতের বিরুদ্ধে বল গড়ানোর আগেই স্লেজিং শুরু, পূজারাকে নিয়ে কী বললেন প্রাক্তনী

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর ওডিআই মহারণ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফরে ঢাকে কাঠি। তিন ম্যাচের ওডিআই সিরিজের পর ৩ ম্যাচের টি-২০ মহারণ রয়েছে। অবশেষে ১৭ ডিসেম্বর থেকে প্রতীক্ষিত চার ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে ভারত-অস্ট্রেলিয়া। তার আগে মাঠের বাইরে জল গরম শুরু হয়ে গেল।

অজিভূমে টেস্ট সিরিজ জয়ের নায়ক পূজারা

অজিভূমে টেস্ট সিরিজ জয়ের নায়ক পূজারা

শেষবার ২০১৮-১৯ সফরে মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পূজারার কাঁধে চেপে উপমহাদেশের প্রথম দল হিসেবে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল।

পূজারার রান

পূজারার রান

২ বছর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্টে পূজারা ৭ ইনিংস ব্যাট করে তিনটি সেঞ্চুরি পেয়েছিলেন। সব মিলিয়ে পূজারা ৫২১ রান করে ভারতের পক্ষে সিরিজ সেরা হয়েছিলেন।

পুজারাকে স্লেজিং

পুজারাকে স্লেজিং

শেষবার ভারতের অজিভূমে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের সেই নায়ক পূজারাকে নিয়েই এবার মাঠের বাইরে উত্তাপ ছড়িয়ে দিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। পূজারার পক্ষে এবার কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে বলে প্রতিক্রিয়ায় জানিয়েছেন ম্যাকগ্রা।

কী জানালেন অজি কিংবদন্তি

কী জানালেন অজি কিংবদন্তি

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিরুদ্ধে বল গড়ানোর আগে অজি কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা জানিয়েছেন, 'শেষবার চেতেশ্বর পূজারা ভারতের অস্ট্রেলিয়া সফরে টেস্ট জয়ে তুরুপের তাস ছিল। দীর্ঘ সময় ধরে ক্রিজে টিঁকে থাকার কারণেই পূজারা তিনটি সেঞ্চুরিও পাঁচশোর বেশি রান করতে পারে। সিরিজে সেটাই পাথক্য তৈরি করে দিয়েছিলেন। এবার অবশ্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। কারণ দীর্ঘদিন পূজারা খেলার মধ্যে নেই। ফলে ফিরে এসেই বিদেশ সফরে রান করা সহজ নয়।'

কেন দীর্ঘ সময় খেলার বাইরে পূজারা

কেন দীর্ঘ সময় খেলার বাইরে পূজারা

বিরাট কোহলি থেকে লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল-শামি-বুমরাহরা করোনা পরবর্তী সময়ে আইপিএলের অংশ হওয়ায় তাঁরা মাঠে ফিরে প্রচুর প্রস্তুতির মধ্যে থাকায় ছন্দে রয়েছেন। কিন্তু পূজারা যেহেতু আইপিএলের কোনও দলে নেই সেই কারণে ভারতীয় দলের তারকা টেস্ট ব্যাটসম্যান করোনার সময় ও তারপরেও দীর্ঘ সময় মাঠের বাইরে রয়েছেন।

বিরাটদের বিরুদ্ধে সিরিজে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কীভাবে অভিনব প্রতিবাদ জানাবে অস্ট্রেলিয়াবিরাটদের বিরুদ্ধে সিরিজে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কীভাবে অভিনব প্রতিবাদ জানাবে অস্ট্রেলিয়া

{quiz_428}

English summary
Ind vs Aus: This Australia tour will be tough for Cheteshwar Pujara says Glenn McGrath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X