For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থামল ভারতের বিজয়রথ, টানা ১০ জয়ের পর টি-২০তে হার, অপরাজেয় থেকে বছর শেষ অধরা

থামল ভারতের বিজয়রথ, টানা ১০ জয়ের পর টি-২০তে হার, অপরাজেয় থেকে বছর শেষ অধরা

  • |
Google Oneindia Bengali News

টানা ১০ ম্যাচ জয়ের পর টি-২০ ক্রিকেটে হার ভারতের। শেষবার টি-২০ ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-২০ হেরেছিল ভারত। ২০১৯ সালে ৮ ডিসেম্বর সেই ম্যাচ হারার পর, আজ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২ রানে টি-২০ ম্যাচ হারল মেন ইন ব্লু।

থামল বিরাটদের বিজয়রথ

থামল বিরাটদের বিজয়রথ

ঘরের মাঠে ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে হারের পর মুম্বইয়ে ঘুরে দাঁড়িয়ে জিতেছিল ভারত। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টি-২০ জয়। পরে বিদেশ সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি টি-২০ জেতে ভারত।

টি-২০ ক্রিকেটে অপরাজেয় থেকে বছর শেষ অধরা

টি-২০ ক্রিকেটে অপরাজেয় থেকে বছর শেষ অধরা

এদিনের হারের ফলে অপরাজেয় থেকে বছর শেষ, অধরা থেকে গেল ভারতের। আজকের ম্যাচের আগে চলতি বছরে টি২০ ক্রিকেটে এবছর একটিও ম্যাচ হারেনি ভারত। বছর শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০ টি-২০ সিরিজ জেতার পর অজিভূমে টানা ২টি টি-২০ জিতেছিল ভারত। শেষ ম্যাচ জিতলে টি২০ ক্রিকেটে অপরাজেয় থেকে বছর শেষ করতে পারত কোহলিরা।

বিদেশের মাটিতে টানা ১০ ম্যাচ জয়ের বিজয়রথে ধাক্কা

বিদেশের মাটিতে টানা ১০ ম্যাচ জয়ের বিজয়রথে ধাক্কা

অন্যদিকে বিদেশ সফরে টানা ১০ ম্যাচ জয়ের পর হার। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩টি টি২০ জয়ের পর, ২০২০ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টানা ৫টি টি-২০ জিতেছিল ভারত। এরপর অজিভূমে এবার টানা ২টি টি-২০ জয় ভারতের। ফলে সব মিলিয়ে বিদেশের মাটিতে ১০টি টি-২০ ম্যাচ জিতেছে ভারতীয় দল। এদিন অজিদের বিরুদ্ধে হেরে সেই ছন্দেই তাল কাটল।

টি-২০তে ২-১ সিরিজ জয় ভারতের

টি-২০তে ২-১ সিরিজ জয় ভারতের

অজিদের বিরুদ্ধে ৩-০ হোয়াইটওয়াশ করার লক্ষ্যে, জয়ের জন্যে ভারত ১৮৭ রান তাড়া করে ১৭৪ রানে থেম যায়। ১২ রানে ম্যাচ হারলেও অজিদের বিরুদ্ধে ২-১ টি-২০সিরিজ জিতল কোহলি অ্যান্ড কোম্পানি।

শুভেন্দু নতুন অফিস খুলে ফেললেন, নতুন 'সম্ভাবনা’র দুয়ার খুলে গেল রঙ-বৈচিত্র্যেশুভেন্দু নতুন অফিস খুলে ফেললেন, নতুন 'সম্ভাবনা’র দুয়ার খুলে গেল রঙ-বৈচিত্র্যে

English summary
Ind vs Aus: Team India lose t20 match after 10 consecutive win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X