For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে সুবর্ণ সুযোগ, হ্যাটট্রিক হলে ইতিহাসের হাতছানির সামনে ভারতীয় দল

অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে সুবর্ণ সুযোগ, হ্যাটট্রিক হলে ইতিহাসের হাতছানির সামনে ভারতীয় দল

  • |
Google Oneindia Bengali News

আসন্ন ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট কার্ণিভ্যাল ঘিরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ইতিমধ্যে ভারতের অস্ট্রেলিয়া সফরের পিঙ্ক বল টেস্ট ও অস্ট্রেলিয়ার কাছে বদলার টেস্ট সিরিজ নিয়ে আলোচনা জমে উঠেছে। এই পরিস্থিতিতে অজি সফরে মাঠে বল গড়ানোর আগে, এক পরিসংখ্যান ক্রিকেট ফ্যানদের খুশি করতে পারে।

কী সেই পরিসংখ্যান

কী সেই পরিসংখ্যান

এবছর বর্ডার গাভাসকরে ট্রফি রক্ষা করতে পারলে ইতিহাস তৈরি করবে ভারত। অজিভূমে ২০১৮ সালের মতো এবার ভারতীয় দল টেস্ট সিরিজ জিততে পারলে প্রথমবারের জন্যে, বর্ডার গাভাসকর ট্রফি জয়ের হ্যাটট্রিক গড়তে পারে ভারত।

একনজরে শেষ দু'বারের জয়

একনজরে শেষ দু'বারের জয়

২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারতীয় দল। এরপর ২০১৮-১৯ মরসুমে ভারত অস্ট্রেলিয়াকে তাঁদের ডেরায়, চার ম্যাচের টেস্টে ২-১ ব্যবধানে হারিয়ে ট্রফি নিজেদের দখলে রাখে।

শেষবার কবে টানা দুবার ট্রফির দখল নিয়েছিল ভারত

শেষবার কবে টানা দুবার ট্রফির দখল নিয়েছিল ভারত

২০০৮ ও ২০১০ সালে পরপর দুবার ভারত দল নিজেদের ডেরায় অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে হারিয়েছিল। দুই সিরিজেই ভারত ২-০ ব্যবধানে অজিদের হারায়। এরপর ২০১১-১২ মরসুমে অজি সফরে বর্ডার গাভাসকর ট্রফি খেলতে গিয়ে ভারত ০-৪ ব্যবধানে হেরে বসেছিল। ফলে খেতাব জয়ের হ্যাটট্রিক করা হয়নি। এবার অবশ্য ভারতীয় দলের সামনে সেই সুযোগ থাকছে। আরও একবার, পর পর দুবার বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছিল ভারতীয় দল। ঘরের মাঠে ২০০১ সালে খেতাব জেতার পর ২০০৩-০৪ মরসুমে অজি সফরে ভারতীয় দল সিরিজ ড্র করে বর্ডার গাভাসকর ট্রফি ধরে রেখেছিল। কিন্তু জয়ের হ্যাটট্রিক হয়নি।

আলোচনার বিরাটের পিতৃত্বকালীন ছুটি

আলোচনার বিরাটের পিতৃত্বকালীন ছুটি

ক্রিকেট পন্ডিতরা অবশ্য বিরাটের পিতৃত্বকালীন ছুটি নিয়ে এক টেস্ট খেলে দেশে ফিরে আসায়, ভারত ব্যকফুটে বলে মনে করছেন। বিরাটের অনুপস্থিতিতে ভারতীয় দল শেষ পর্যন্ত টানা তৃতীয়বার বর্ডার গাভাসকর ট্রফি জিতে খেতাব জয়ের হ্যাকট্রিক করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

English summary
Ind vs Aus: Team india has chance to hattrick of win in border gavaskar trophy, find it how
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X