For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডনের দেশে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং পারফর্ম্যান্স কাদের

ডনের দেশে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং পারফর্ম্যান্স কাদের

  • |
Google Oneindia Bengali News

ডনের দেশে কাল থেকে টি-২০ মহারণে ঢাকে কাঠি। ওডিআই সিরিজ হারের পর এবার ফিঞ্চ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে টি-২০ ডুয়েলে মুখোমুখি 'মেন ইন ব্লু'। শেষ ওডিআইয়ে ক্যানবেরাতে ১৩ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ হোয়াইটওয়াশ বাঁচিয়েছে ভারত। সেই ক্যানবেরাতেই এবার টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। একনজের অজিভূমে অতীতে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় বোলারদের সেরা পাঁচ পারফর্ম্যান্সে নজর রাখা যাক।

অজিভূমে ভারতের হয়ে টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারী কে

অজিভূমে ভারতের হয়ে টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারী কে

অজিভূমে টি২০ মহারণে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী জসপ্রীত বুমরাহ। ডনের দেশে এখনও পর্যন্ত ৬টি টি-২০ খেলেছেন। আর এই ৬ টি-২০ ম্যাচে বুমরাহের উইকেট সংখ্যা ৮।

অজি সফর শুরুতে ছন্দে নেই বুমরাহ

অজি সফর শুরুতে ছন্দে নেই বুমরাহ

তবে এছর অজিভূমে শুরু থেকে বুমরাহ অবশ্য একেবারেই ছন্দে নেই। এবছর তিনি ৩টি ওডিআই খেলে যথাক্রমে ৭৩, ৭৯ ও ৪৩ রান খরচ করেছেন। সিরিজের তিন ম্যাচে সংগ্রহ ৪ উইকেট। যার মধ্য ক্যানেবেরাতে ২ উইকেট পেয়েছেন, সেই ম্যাচে অজিদের হারিয়েছে ভারত। ওডিআইয়ে ব্যর্থ হওয়ার পর দেশের জার্সিতে বুমরাহ টি-২০তে ছন্দে ফিরতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

ডনের দেশে ভারতীয়দের মধ্য়ে টি২০ তে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কে

ডনের দেশে ভারতীয়দের মধ্য়ে টি২০ তে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী কে

ডনের দেশে টি-২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার মাটিতে জাড্ডু ৫ ম্যাচে ৬টি উইকেট পেয়েছেন। এবার অবশ্য তাঁকে ব্যাটিংয়ে বিধ্বংসী মেজাজে পাওয়া যাচ্ছে। ক্যানবেরাতে শেষ ওডিআইতে জাদেজা ৫০ বলে ঝোড়ো ৬৬ রান হাঁকান।

প্রথম পাঁচেে তিন স্পিনার

প্রথম পাঁচেে তিন স্পিনার

অজিভূমে টি-২০ ফর্ম্যাটে ভারতীয়দের মধ্য সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় প্রথম পাঁচে তিন স্পিনার রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন ৫ ম্যাচে ৫টি উইকেট পেয়েছেন। ক্রুণাল পান্ডিয়া ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। অন্যদিকে কুলদীপ যাদব ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন।

মমতাই ঘোষণা করে দিলেন শুভেন্দুর বিকল্পের নাম! ২০২১-এর নির্বাচনের আগে তৃণমূলে ফাটল আরও চওড়ামমতাই ঘোষণা করে দিলেন শুভেন্দুর বিকল্পের নাম! ২০২১-এর নির্বাচনের আগে তৃণমূলে ফাটল আরও চওড়া

English summary
Ind vs Aus t20 Series: Who are best bowlers for India in t20 vs Aus in Aus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X