বর্ণবৈষম্যের শিকার ভারতীয় ক্রিকেটাররা, অজি ক্রিকেট বোর্ডের থেকে রিপোর্ট তলব করল আইসিসি
সিডনিতে বারেবারে টার্গেটে সিরাজ। ভারতীয় দলের তরুণ ক্রিকেটারকে আজ দ্বিতীয় দিন গ্যালারি থেকে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করা হয়। যারপর আজ মাঠ থেকে ছয় দর্শককে বার করে দেয় পুলিশ। ইতিমধ্যেই শনিবার সিরাজ ও বুমরাহ ভারতের দুই পেসারের উপর বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করার অভিযোগ আইসিসিকে লিখিত জানিয়েছিল বিসিসিআই।

বর্ণবিদ্বেষের কড়া সমালোচনায় আইসিসি
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সেই অভিযোগ পেয়েই এবার নড়চড়ে বসল আইসিসি। রবিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে।

তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া
ইতিমধ্য়ে পর পর দুইদিন ভারতীয় ক্রিকেটারদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার ঘটনার ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। সেই সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বর্ণবিদ্বেষের সঙ্গে আপোস নয়, আইসিসির বার্তা
এবার আইসিসি বিবৃতিতে গ্যালারির দর্শকদের বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা নিয়ে সরব। বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানায়, 'খেলার দুনিয়ায় বর্ণে বিভেদের কোনও জায়গা নেই। ফ্যানেদের এমন নিচু মানসিকতা বিপজ্জনক, এমন মেনে নেওয়া যায় না।'

আইসিসির বক্তব্য
সেই সঙ্গে বিবৃতিতে আরও জানানো হয়েছে, 'আইসিসি সর্বদাই খেলার মাঠে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রচার করে। সেখানে অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশে সিডনির গ্যালারি এই ঘটনা একেবারে খারাপ উদাহরণ হয়ে রইল। তদন্তে ক্রিকেট অস্ট্রেলিয়াকে সবরকম সাহায্যে জন্য আইসিসি তৈরি। দ্রুত সঠিক তদন্ত হোক। দোষীদের কঠোর শাস্তি চাইছে আইসিসি।'

বর্ণবৈষম্যমূলক কটূক্তিতে ক্ষোভে ফেটে পড়লেন বিরাট, কঠিন শাস্তির দাবি জানালেন কোহলি