For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বুকের পাটা আছে, ভারত পাল্টা দিতে জানে!' রাহানেদের মেলবোর্ন জয়ে বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

'বুকের পাটা আছে, ভারত পাল্টা দিতে জানে!' ওয়াঘার ওপার থেকে কেন এমন বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

  • |
Google Oneindia Bengali News

বক্সিং ডে টেস্টে ভারতের জয়ে, বিশ্বজুড়ে প্রশংসা শুরু। এবার ওয়াঘার ওপার থেকে প্রশংসা করলেন শোয়েব আখতার। ভারতের বুকের পাটা রয়েছে, মেলবোর্নে ভারতের জয়ের পর রাহানেদের জন্যে প্রশংসায় এমনটাই বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

অ্যাডিলেডে বিপর্যয়

অ্যাডিলেডে বিপর্যয়

অ্যাডিলেডে ঐতিহাসিক লজ্জার মুখে পড়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল মাত্র ৩৬ রানে অলআউট হয়। এটাই টেস্টে ভারতের দলগত সর্বনিম্ন স্কোর।

ঐতিহাসিকর হারের পর ঐতিহাসিক জয় ভারতের

ঐতিহাসিকর হারের পর ঐতিহাসিক জয় ভারতের

মহালজ্জার এমন ব্যাটিংয়ে ভারতীয় ক্রিকেট দলের পারফর্ম্যান্স নিয়ে কাটাছেঁড়া চলে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই ঐতিহাসিক জয় ভারতের। এবার মেলবোর্নে রাহানের ব্যাটে প্রত্যাঘাত দিল ভারত। চার দিনেই অজি ব্যাটিংয়ের দুই ইনিংসে ধস নামিয়ে ভারত ৮ উইকেটে ম্যাচ জেতে।

ম্যাচের সেরা পারফর্ম্যান্স

ম্যাচের সেরা পারফর্ম্যান্স

মেলবোর্নে ব্যাটে নায়ক রাহানে। প্রথম ইনিংসে তাঁর ১১২ রান, সঙ্গী জাদেজা ৫৭ রান হাঁকান। এই সুবাদেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৫ রানের গণ্ডি টপকে ভারত ১৩১ রানের লিড নিয়ে ৩২৬ রানে ইনিংস শেষ করে।

শোয়েব আখতার কী বললেন

শোয়েব আখতার কী বললেন

প্রতিবেশী ভারতের এমন কামব্যাকে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার দারুণ মুগ্ধ। আখতার বলেন, 'ভারত অন্যদের জন্যে আজ উদাহরণ তৈরি করে দিল। এটাই ভারত, বুকে পাটা রয়েছে পাল্টা জবাব দিতে জানে। ভারতীয় ক্রিকেটাররা হাজারও সমালোচনার মাঝে নীরবে নিজের কাজটা করে গিয়েছে। রাহানের অধিনায়কত্বে মাঠেই সব সমালোচনার জবাব দিল। পিছিয়ে থেকে এমন প্রত্যাবর্তনের জন্য বুকের সাহস লাগে, যেটা ভারতীয় ক্রিকেটারদের রয়েছে।'

টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ মেলবোর্ন টেস্ট জয়ের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল কোনগুলি?টিম ইন্ডিয়ার দুর্ধর্ষ মেলবোর্ন টেস্ট জয়ের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াল কোনগুলি?

English summary
Ind vs Aus: Shoaib Akhtar praises Indian team comeback, says Team India exhibited their character
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X