For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়া সফরে কি ওপেনিংয়ে রোহিত শর্মা, হিটম্যান কী বলছেন জেনে নিন

অস্ট্রেলিয়া সফরে কি ওপেনিংয়ে রোহিত শর্মা, হিটম্যান কী বলছেন জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

পছন্দের জায়গা নেই, দলের জন্যে যেকোনও পজিশনে ব্যাট করতে রাজি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বহু প্রতীক্ষিত টেস্ট সিরিজে নিজের ব্যাটিং অর্ডার নিয়ে এমনটাই বললেন ভারতের সিনিয়র ক্রিকেটার রোহিত শর্মা।

বিরাটের অনুপস্থিতিতে রাহানে-রোহিতদের কাঁধে দায়িত্ব

বিরাটের অনুপস্থিতিতে রাহানে-রোহিতদের কাঁধে দায়িত্ব

এবছর অজি সফরে টেস্টে সিরিজে পিঙ্ক বল টেস্টে দিন রাতের মহারণ খেলে দেশে ফিরছেন বিরাট কোহলি। নতুন বছরে বাবা হচ্ছেন বিরাট। সেই কারণে অজি সফরের মাঝেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরছেন অধিনায়ক। সেক্ষেত্রে বিরাট দেশে ফিরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন টেস্ট সিরিজে রোহিত, রাহানে-পূজারাদের কাঁধে বাড়তি দায়িত্ব থাকবে। আর এই দায়িত্বে পালনের ক্ষেত্রে দলের প্রয়োজনে যেকোনও জায়গা ব্যাটিং করতে প্রস্তুত বলে জানিয়ে রাখলেন রোহিত শর্মা।

ওপেনিংয়ে কারা এগিয়ে

ওপেনিংয়ে কারা এগিয়ে

গত সফরে টেস্ট ক্রিকেটে অভিষেকে নজর কেড়েছিলেন মায়াঙ্ক আগারওয়াল।এবছর সফরে তিনিই সম্ভবত ওপেন করতে পারেন। সেই সঙ্গে দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন লোকেশ রাহুল। ফলে, এবছর রাহুল-মায়াঙ্ককে ওপেনিংয়ে জুটি বাঁধতে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বিরাটের অনুপস্থিতিতে রোহিত শর্মাকে মিডল অর্ডারে বাড়তি দায়িত্ব নিতে দেখা যেতে পারে।

নিজের ব্যাটিং নিয়ে রোহিত কী বললেন

নিজের ব্যাটিং নিয়ে রোহিত কী বললেন

এই প্রসঙ্গে রোহিত বলেন, 'দলের প্রয়োজনে যেকোনও জায়গায় ব্যাটিং করতে রাজি। তবে এখনও ব্যাটিং অর্ডারে আমার কী ভূমিকা হবে জানা নেই। ওপেনার থেকে আমার ভূমিকা পাল্টাচ্ছে কিনা, অস্ট্রেলিয়ায় পৌঁছে দলে যোগ দিলে, তা দ্রুত জানতে পারব।'

ওপেনার হিসেবে রোহিত শর্মার ইনিংস

ওপেনার হিসেবে রোহিত শর্মার ইনিংস

২০১৩ সালে ভারতের হয়ে টেস্টে অভিষেকের পর থেকে দীর্ঘ সময় ধরে রোহিত মিডল অর্ডারে ব্যাটিং করেন। ২০১৯ সালে সীমিত ওভারে ওপেনার রোহিতের ঈর্ষণীয় সাফল্যের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে প্রথমবার তাঁকে ওপেন করতে পাঠানো হয়। টেস্টে প্রথমবার ওপেন করতে নেমেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকান। প্রথম ইনিংসে ১৭৬ রান হাঁকানোর পর দ্বিতীয় ইনিংসে ১২৭ রান হাঁকান। সেবার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ওপেন করেছিলেন হিটম্যান। পরবর্তী সময় নিউজিল্যান্ড সফরে চোট পাওয়ায় টেস্টে আর রোহিতের ওপেন করা হয়নি। ফলে এবার অজি সফরে তাঁকে দিয়ে ওপেন করানো নিয়েও পরিকল্পনা তৈরি করতে পারে টিম ম্যানেজমেন্ট।

English summary
Ind vs Aus: Ready to bat anywhere, will leave it to team management says Rohit Sharma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X