For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি বিরাটের, কত নম্বরে উঠে এলেন কোহলি

পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে আইসিসি ব়্যাঙ্কিংয়ে উন্নতি বিরাটের, কত নম্বরে উঠে এলেন কোহলি

  • |
Google Oneindia Bengali News

পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে, ব়্যাঙ্কিংয়ে উন্নতি বিরাট কোহলির। মঙ্গলবার আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ের ঘোষিত তালিকা অনুযায়ী, ভারত অধিনায়ক বিরাট একধাপ উঠলেন। তিন থেকে ২ নম্বরে এলেন বিরাট।

একনজরে প্রথম পাঁচে কারা

একনজরে প্রথম পাঁচে কারা

টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে ৯১১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে স্টিভ স্মিথ। তালিকায় ৮৮৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বিরাট কোহলি। ৮৭৭ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসন একধাপ নিচে নেমে যাওয়ার কারণে বিরাট দ্বিতীয় স্থানে উঠে এলেন। ৮২৭ রেটিং পয়েন্টে অজিদের আরেক ব্যাটসম্যান মার্নাস লাবুসানে চার নম্বরে ও ৭৯৭ পয়েন্ট নিয়ে পাকিস্তানের বাবর আজম পাঁচ নম্বরে রয়েছেন।

প্রথম দশে ভারত থেকে কারা

প্রথম দশে ভারত থেকে কারা

টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে বিরাট কোহলি ছাড়াও চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে রয়েছেন। ভারতীয় দলের দুই ব্যাটিং স্তম্ভ যথাক্রমে ৭ ও ১০ নম্বরে রয়েছেন।

বোলিংয়ে প্রথম দশে ভারতের কারা

বোলিংয়ে প্রথম দশে ভারতের কারা

অন্যদিকে টেস্ট বোলাদের ব়্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে পেসার জসপ্রীত বুমরাহ ও স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যথাক্রমে ৮ ও ১০ নম্বরে রয়েছেন। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট বোলারদের তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

অলরাউন্ডারদের তালিকা

অলরাউন্ডারদের তালিকা

সেই সঙ্গে অলরাউন্ডারদের তালিকায় ভারত থেকে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন প্রথম দশের মধ্যে যথাক্রমে ৩ ও ৬ নম্বরে রয়েছেন। অলরাউন্ডারদের তালিকায় ৯ নম্বরে রয়েছেন প্যাট কামিন্স।

এবার ১ বলে পাওয়া যাবে ১২ রান, বছর শেষে অভিনব নিয়মে গেইল-রাসেল-যুবরাজদের ম্যাচএবার ১ বলে পাওয়া যাবে ১২ রান, বছর শেষে অভিনব নিয়মে গেইল-রাসেল-যুবরাজদের ম্যাচ

English summary
Ind vs Aus: Kohli climbs to second spot in ICC Test rankings for batsmen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X