প্রথমবার পিঙ্ক বলে বল করা থেকে, স্মিথ-ওয়ার্নারের বিরুদ্ধে চ্যালেঞ্জ নেওয়া নিয়ে কী বললেন বুমরাহ
দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর থেকে ভারতের অজি সফরে সিডনি ওডিআই দিয়ে মাঠে বল গড়াতে চলেছে। শেষবার অজিভূমে স্মিথ ওয়ার্নারের মতো দুই যুজুধান ব্যাটসম্যানকে ভারতীয় বোলারদের খেলতে হয়েনি, এবার অবশ্য পরিস্থিতিতে বদল, দুই মহারথীর বিরুদ্ধে বল করার চাপ ও চ্যালেঞ্জ দুই নিতে প্রস্তুত বলে সরফ শুরুর আগে হুংকার জসপ্রীত বুমরাহের।

সেরাদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ নিচ্ছেন বুমরাহ
ওডিআইয়ে বোলারদের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা বুমরাহ অজি সফর নিয়ে এক প্রতিক্রিয়ায় বলেন, 'অস্ট্রেলিয়ায় খেলতে গেলে সবসময়ই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এবারও সেরা ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ নিচ্ছি। চাপের মুহূর্তে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকবে।'

অজিভূমে টেস্ট সিরিজে জয়ের কারিগর ছিলেন বুমরাহ
প্রসঙ্গত ২০১৮-১৯ ক্রিকেটে মরসুমে ভারতের টেস্ট সিরিজ জয়ের অন্যতম সফল কারিগর বুমরাহ। চার ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২১ উইকেট তুলে নিয়েছিলেন জসপ্রীত। টেস্ট সিরিজে তিনিই যৌথভাবে অস্ট্রেলিয়ান স্পিনার ন্যাথান লায়নের সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন।

আকর্ষণের কেন্দ্র বুমরাহ বনাম স্মিথ-ওয়ার্নার
এবার অবশ্য টেস্টে বুমরাহ বনাম স্মিথ- ওয়ার্নার লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। অস্ট্রেলিয়ার গতির উইকেটে দুই তারকা ব্যাটসম্যানের বিরুদ্ধে বুমরাহ কোন রণকৌশলে সফল হতে নিজের ধারাবাহিকতা দেখাতে পারেন, সেই দিকে তাকিয়ে ক্রিকেটমহল।

কেরিয়ারের প্রথম পিঙ্ক বল টেস্ট
সেই সঙ্গে গোলাপি বলে পিঙ্ক টেস্টে বল করারও চ্যালেঞ্জ নিতে হবে বুমরাহকে। কেরিয়ারে এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে গোলাপি টেস্ট খেলতে চলেছেন বুমরাহ। ভারত ইতিমধ্যে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক টেস্ট খেলে ফেললেও সেই টেস্টে ছিলেন না বুমরাহ। যে কারণে এবার কেরিয়ারের প্রথম পিঙ্ক টেস্টে অজিভূমে বল হাতে জ্বলে ওঠার জন্যে বাড়তি তাগিদ নিয়ে মাঠে নামতে চান ভারতীয় পেসার।

আগামী ১২ মাস আরও কঠিন সময় আসতে চলেছে, কেন এমন বললেন ওয়ার্নার