For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিরিজ হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিং ভারতের, অভিষেক নটরাজনের

সিরিজে হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিং ভারতের,

  • |
Google Oneindia Bengali News

ডনের দেশে হোয়াইটওয়াশ রক্ষার ম্যাচে ক্যানবেরাতে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জয় ভারতের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। ভারতীয় দলে এদিন বড় পরিবর্তন। মহম্মদ শামির পরিবর্তে এদিন খেলছেন টি নটরাজন। আইপিএলে দুর্দান্ত খেলার সুবাদে এদিন দেশের জার্সিতে অভিষেক করলেন বাঁ-হাতি এই পেসার। ভারতীয় দলে এদিন মোট চারটি পরিবর্তন রয়েছে।

সিরিজ হোয়াইটওয়াশ বাঁচানোর ম্যাচে টস জিতে ব্যাটিং ভারতের, অভিষেক নটরাজনের

মরুশহরে আইপিএল ২০২০তে এবছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ১৬ উইকেট নেন নটরাজন। তাঁর বিষাক্ত ইয়ার্কার তারকা ব্যাটসম্যানদের হাঁটু কাঁপিয়ে ছেড়েছিল। সানরাইজার্সের অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার নটরাজনের ইয়র্কারের বিশেষ প্রশংসা করেন। এবার আইপিএলে ভালো খেলার সুফল পেলেন ২৯ বছর বয়সী পেসার।

আইপিএল খেলে এবার দেশের জার্সিতে আজ অভিষেক নটরাজনের। অজিদের বিরুদ্ধে টি-২০ দলে ছিলেন নটরাজন। পরবর্তী সময় সাইনির ব্যাক আপ হিসেবে তাঁকে ওডিআই দলে রাখা হয়। এবার ওডিআই সিরিজে শেষ ম্যাচে বাঁ-হাতি পেসার দেশের জার্সি গায়ে চাপালেন।

অন্যদিকে এদিন মায়াঙ্ক আগারওয়ালকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে এদিন ধাওয়ানের সঙ্গে শুভমান গিল ওপেন করলেন। সেই সঙ্গে নভদীপ সাইনির পরিবর্তে শার্দুল ঠাকুর খেলছেন। চাহালের পরিবর্তে খেলছেন কুলদীপ যাদব। শামির পরিবর্তে খেলছেন টি নটরাজন।

একনজরে ভারতীয় দল

শিখর ধাওয়ান, শুভমান গিল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (সহঅধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, টি নটরাজন।

একনজরে অস্ট্রেলিয়ান দল

অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মার্নাস লাবুসানে, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন,মইসেস হেনরিকস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাস্টন আগার, সিন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড।

English summary
Ind vs Aus: India won toss and elected to bat in 3rd odi, t natarajan debut for india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X