For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ সালে নতুন বলে ইনিংসের শুরুতে 'বিরাট' ব্যর্থ ভারত, দেখে নিন কোহলির দলের এই পরিসংখ্যান

২০২০ সালে নতুন বলে ইনিংসের শুরুতে বিরাট ব্যর্থ ভারত, দেখে নিন কোহলির দলের এই পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

ডনের ডেরায় নতুন বলে ইনিংসের শুরুতে ফের ব্যর্থ ভারতীয় বোলিং। এদিন সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দশ ওভারে ৫৯ রান খরচ ভারতের। প্রথম ওডিআইয়ের পর দ্বিতীয় ওডিআইতেও নির্বিষ বোলিংয়ের কারণে ধরাশায়ী মেন ইন ব্লু। যেকারণে শুরু থেকে উইকেট না পাওয়ায় জাঁকিয়ে বসে অস্ট্রেলিয়া।

২০২০ সালে নতুন বলে ইনিংসের শুরুতে বিরাট ব্যর্থ ভারত, দেখে নিন কোহলির দলের এই পরিসংখ্যান

প্রথম ওডিআইতে ফিঞ্চ-ওয়ার্নারের মধ্য়ে ১৫৬ রানের পার্টনারশিপ তৈরি হয়েছিল। এদিন দুই ব্যাটসম্যানের জুটি ১৪২ রানের ওপনিং পার্টনারশিপ গড়েন। ওয়ার্নার ৮৩ ও ফিঞ্চ ৬০ রান করে আউট হয়েছেন। নতুন বলে বুমরাহ-শামিরা উইকেট না পাওয়াতেই সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাকফুটে ভারত।

পরিসংখ্যান বলছে, চলতি বছরে ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার বোলাররা মোটেও নজর কাড়তে পারেননি। বিশেষ করে নতুন বলে ইনিংসের শুরুতে দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহরা। সেই ধারা আজ অস্ট্রেলিয়ার মাটিতে সিডনিতেও বজায় থাকল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি ম্যাচে প্রথম দশ ওভারে ভারত কোনও উইকেট তুলতে পারেনি। ফলে কোহলিদের বিরুদ্ধে দুই ম্যাচেই রানের পাহা়ড়ে অস্ট্রেলিয়া।

প্রসঙ্গত ২০২০ সালে ওয়ান ডে ক্রিকেটে প্রথম দশ ওভারে ভারতের বোলিং রেকর্ড মোটেও চমকপ্রদ নয়। ক্রিক ইনফোর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এবছর ৮টি ইনিংসে প্রথম দশ ওভারে ভারতীয় বোলিং ৪৭৬ রান খরচ করে মাত্র ৩টি উইকেট পেয়েছে।

গড়ে রান খরচ ১৫৮। ভারতের বোলাররা ওভার প্রতি ৫.৯৫ রান খরচ করেছেন। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ডনের ডেরায় কেন ব্যর্থ ভারত। বোলিংয়ে কোনভাবেই দাগ কাটতে পারছেন না শামি-বুমরাহ-সাইনিরা।

English summary
Ind vs Aus: India's bowlers haven't got enough breakthroughs early in the innings in 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X