For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জৈব সুরক্ষার মাঝে টানা ক্রিকেটে ক্লান্ত হার্দিক, ছুটি নিয়ে ছেলের সঙ্গে সময় কাটানোর ইচ্ছাপ্রকাশ

জৈব সুরক্ষার মাঝে টানা ক্রিকেটে ক্লান্ত হার্দিক, ছুটি নিয়ে ছেলের সঙ্গে সময় কাটানোর ইচ্ছাপ্রকাশ

  • |
Google Oneindia Bengali News

ডনের দেশে টি-২০তে সিরিজ সেরা হার্দিক পান্ডিয়া। আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মারকাটারি ক্রিকেট খেলার পর এবার দেশের জার্সিতে টি-২০তে সেরা পারফর্ম্যান্স মেলে ধরলেন হার্দিক। অজিভূমে টি-২০ সিরিজের তিন ইনিংসে হার্দিকের সংগ্রহ যথাক্রমে ১৬, ৪২* ও ২০ রান।

সিডনিত হার্দিকের ব্যাটে সিরিজ জয় ভারতের

সিডনিত হার্দিকের ব্যাটে সিরিজ জয় ভারতের

সিডনিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২২ বলে ৪২ রানে অপরাজিত থেকে হার্দিক ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর ব্যাটেই সিরিজ জিতেছিল ভারত, তাই এদিন সিরিজ সেরা পুরস্কার পেলেন পান্ডিয়া।

ডনের দেশে টেস্টে থাকবেন কি হার্দিক

ডনের দেশে টেস্টে থাকবেন কি হার্দিক

ডনের দেশের সীমিত ওভারের দুই সিরিজেই দুরন্ত ব্যাটিং হার্দিকের। অলরাউন্ডার হিসেবে দলে থাকলেও পিঠের চোট থেকে মুক্তির পর দুই সিরিজ মিলিয়ে মাত্র কয়েক ওভারই বোলিং করেছেন। তাই ব্যাটিংয়েই এখন বাড়তি দায়িত্ব নিচ্ছেন পান্ডিয়া। সফরে এখনও পর্যন্ত ওডিআইয়ে ৯০ ও অপরাজিত ৯২ রয়েছে। সেই সঙ্গে টি-২০তে সিরিজ জেতানো অপরাজিত ৪২ রানের ইনিংস। এরপরই হার্দিককে এদিন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, সীমিত ওভারের এমন সাফল্যের পর তিনি অজিদের বিরুদ্ধে টেস্ট থাকতে চাইবেন কিনা, প্রশ্ন রাখা হয়েছিল।

কী জানালেন পান্ডিয়া

কী জানালেন পান্ডিয়া

সেই প্রশ্নেই হার্দিক হাসতে হাসতে জানিয়েছেন, 'বিষয়টা নির্বাচকদের উপর নির্ভর করছে। সীমিত ওভারের দুই সিরিজ দারুণ গেল। জৈব সুরক্ষার মধ্যে টানা ক্রিকেট খেলছি। এবার কিছুদিন বিশ্রাম নিতে চাই।'

ছেলের সঙ্গে সময় কাটাতে চান পান্ডিয়া

ছেলের সঙ্গে সময় কাটাতে চান পান্ডিয়া

সেই সঙ্গে হার্দিক আরও জানিয়েছেন, 'ছেলের জন্মের পর আইপিএল খেলতে বিদেশে পারি দিতে হয়েছিল। তারপর থেকে ঘুরে ঘুরে ক্রিকেট খেলছি। এবার তাই বিশ্রাম নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। ছেলেকে মিস করছি। দেশে ফিরে ওর সঙ্গে খেলতে চাই।'

আইপিএলের সময় থেকে পরিবার ছেড়ে দেশের বাইরে হার্দিক

আইপিএলের সময় থেকে পরিবার ছেড়ে দেশের বাইরে হার্দিক

প্রসঙ্গত মরুশহরে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএলে ঢাকে কাঠি পরে। টুর্নামেন্ট শুরুর প্রায় চার সপ্তাহ আগে থেকে মুম্বই ইন্ডিয়ান্স দল আবুধাবিতে ঘাঁটি গেড়়েছিল। তখন থেকে হার্দিক পরিবারকে ছেড়ে রয়েছেন। আইপিএল খেলে হার্দিক সরাসরি অস্ট্রেলিয়ায় খেলতে আসেন।

একনজের টেস্ট সিরিজে ভারতের দল

একনজের টেস্ট সিরিজে ভারতের দল

বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক),হনুমা বিহারী, শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, উমেশ যাদব, নভদীপ সাইনি, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা,রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ

ছবি সৌজন্যে হার্দিকের ইনস্টাগ্রাম পোস্ট

English summary
Ind vs Aus: hardik pandya wants to take break from cricket to enjoy with son
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X