For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন হার্দিক, রইল এই পরিসংখ্যান

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন হার্দিক, রইল এই পরিসংখ্যান

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হলেও ব্যাটে জ্বলে ওঠেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে এদিন ক্যানবেরাতে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৭৬ বলে ৯২ রানে অপরাজিত থেকে ভারতকে ৩০২ রানে পৌঁছে দেন। হোয়াইট ওয়াশ বাঁচানোর ম্যাচে ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান হার্দিক। তাঁর ব্যাটিংয়েই দল এদিন তিনশোর রানের গণ্ডি পার করে ভারত। হার্দিককে যোগ্য সংগত রবীন্দ্র জাদেজার। বাঁ-হাতি অলরাউন্ডার এদিন ৫০ বলে ৬৬ রান হাঁকান। ষষ্ঠ উইকেটে দুজনের পার্টনারশিপ ১৫০ রানের।

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হলেই ব্যাট হাতে জ্বলে ওঠেন হার্দিক, রইল এই পরিসংখ্যান

প্রসঙ্গত ওডিআইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিংয়ের রেকর্ড ভালো হার্দিকের। সাদা বলের ক্রিকেটে অজিদের বিরুদ্ধে ওডিআই ডুয়েলে হার্দিক এখনও পর্যন্ত ৮ ইনিংস খেলেছেন। এই আট ইনিংসে ভারতীয় অলরাউন্ডারের চারটি হাফ সেঞ্চুরি রয়েছে।

২০১৭ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআইয়ে হার্দিক প্রথম হাফ সেঞ্চুরি পান। ভারতীয় অলরাউন্ডারের ব্যাটে ৮৩ রান এসেছিল। কলকাতায় অজিদের বিরুদ্ধে ২০, ইন্দোরে ৭৮, বেঙ্গালুরুতে ৪১, ২০১৯ ওডিআই বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে ৪৮ রান হাঁকান। এবার ডনের দেশে অস্ট্রেলিয়া সফরে তিন ওডিআই ম্যাচে ৭৬ বলে ৯০, ৩১ বলে ২৮ ও ৭৬ বলে অপরাজিত ৯২ হাঁকালেন।

সিরিজে হার্দিকই এখন পর্যন্ত ভারতের হয়ে ব্যক্তিগত সর্বাধিক রান হাঁকিয়েছেন। ওডিআইয়ের পর এবার শুক্রবার থেকে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজে হার্দিক জ্বলে উঠতে পারে কিনা, সেটাই এখন দেখার।

ডনের দেশে ঝোড়ো ব্যাটিংয়ে, ভারতীয় ক্রিকেটে ফিনিশার ধোনির যোগ্য উত্তরসূরি কি পান্ডিয়া, উঠছে প্রশ্নডনের দেশে ঝোড়ো ব্যাটিংয়ে, ভারতীয় ক্রিকেটে ফিনিশার ধোনির যোগ্য উত্তরসূরি কি পান্ডিয়া, উঠছে প্রশ্ন

English summary
Ind vs Aus: hardik pandya hit 92* from 76, hit 4 half century in 8 matches vs aus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X