গেমচেঞ্জার হার্দিক-জাদেজা, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল ভারত
গেমচেঞ্জার হার্দিক পান্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশ রক্ষার ম্যাচে ক্যানবেরাতে ঝোড়ো ব্যাটিং হার্দিকের। ৭৬ বল খেলে ৯২ রানে অপরাজিত থেকে ভারতকে রানের পাহাড়ে পৌঁছে দিলেন পান্ডিয়া।

তাঁর রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৩০২ রান তুলল ভারত। হার্দিককে এদিন যোগ্য সংগত দিলেন জাদেজা। ৫০ বলে ৬৬ হাঁকিয়ে জাদেজা অপরাজিত থাকেন। দুই অলরাউন্ডারের পাওয়ার হিটিংয়ে ভর করে তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের টার্গেট ছুঁড়ে দিল মেন ইন ব্লু।
ষষ্ঠ উইকেটে হার্দিক-জাদেজা জুটি ১০৮ বলে ১৫০ রানের পার্টনারশিপ গড়েন। তার আগে অধিনায়ক বিরাট কোহলি এদিন ৬৩ রান হাঁকিয়ে ভিত গড়ে দেন। ইনিংসের শেষ ১০০ রান মাত্র ৫১ বলে এসেছে।
হার্দিক এদিন ৭টি চার ও ১টি ছক্কায় ইনিংস সাজালেন। অন্যদিকে জাদেজা ৫টি চারও ৩টি ছক্কা বিধ্বংসী ক্রিকেট উপহার দেন। অজি সফরে এদিন মায়াঙ্কের জায়গায় শুভমান গিল সুযোগ পেয়ে ৩৩ রান হাঁকান। ৩০২ রানে পুঁজি নিয়ে ভারত সিরিজের শেষ ম্যাচে স্মিথদের হারাতে পারে কিনা, সেটাই এখন দেখার।
দুই অলরাউন্ডার ছাড়া ভারত অধিনায়ক বিরাট ৫টি চারের সাহায্যে ৬৩ রান হাঁকান। এদিন ২৩ রানে পৌঁছতে সচিনের রেকর্ড ভাঙলেন কোহলি। কিংবদন্তি সচিন ৩০০ ইনিংসে দ্রুততম ১২ হাজার রান হাঁকিয়েছিলেন। সেখানেই এদিন ২৪২ ইনিংসে ওডিআই ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রানের নতুন রেকর্ড বিরাটের। তবে এবছর ওডিআইয়ে একটিও সেঞ্চুরি পেলেন না বিরাট। ফলে ২০০৮ সালের পর এই প্রথম কোহলিকে ওডিআই ক্রিকেটে সেঞ্চুরিহীন থাকতে হল।
ভারতীয় বোলিংয়ে এদিন একাধিক পরিবর্তন রয়েছে। শামির পরিবর্তে আজ ওডিআইয়ে অভিষেক টি নটরাজনের। ফলে বুমরাহের সঙ্গে জুটিতে খেলবেন নটরাজন। দুই ইয়র্কার স্পেশালিস্ট প্রথমবার একসঙ্গে। তাঁদের বোলিংয়ের দিকে তাকিয়ে ভারত। সঙ্গে শার্দুল ঠাকুর রয়েছেন। স্পিনে জাদেজা-কুলদীপ জুটির দিকে তাকিয়ে ভারত।
