সিরিজ হারের পর কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে 'বিরাট' সমালোচনা গম্ভীরের
ফের ভারতের দু'বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরের তোপের মুখে বিরাট কোহলি। আইপিএল জঘন্য অধিনায়কত্বের কারণে আগেই গম্ভীরের সমালোচনার মুখে পড়েন বিরাট। এবার অস্ট্রেলিয়া সফরে গিয়ে টানা দুই ওডিআই হারের কারণে কোহলিকে নিয়ে 'বিরাট' সমালোচনায় গম্ভীর।

টি-২০-র মতো অধিনায়কত্ব করছেন বিরাট, তোপ গম্ভীরের
ওডিআইতে টি-২০র মতো করে অধিনায়কত্ব করছিলেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের সমালোচনায় এমনটাই বলেছেন গম্ভীর। তিনি বলেন,'সত্যি বলতে গেলে কোহলির অধিনায়কত্ব বুঝলাম না। সবাই জানে অস্ট্রেলিয়ার ওরকম ব্যাটিং লাইন আপকে থামাতে গেলে প্রথমে উইকেট নিতে হবে ও সেখানে আপনি প্রধান বোলরকে মাত্র দুই ওভার দিলেন'।

বোলার বাছাই নিয়ে বিরাটের সমালোচনা
দ্বিতীয় ওডিআইতে পাওয়ার প্লেতে বুমরাহকে মাত্র দুই ওভার শুরুতে দেন কোহলি। বিরাটের এই সিদ্ধান্তকে তোপ দেগে গম্ভীর বলেন যে এটা তো টি২০ ক্রিকেট নয়। দ্বিতীয় ওডিআইয়ে ভারতীয় বোলিং নিয়ে ছেলেখেলা করে অস্ট্রেলিয়া ৩৮৯ রান হাঁকায়।

বোলারের অভাব নিয়েও প্রশ্ন গম্ভীরের
গম্ভীর আরও বলেন যে অস্ট্রেলিয়ায় কীভাবে ভারতীয় দল পর্যাপ্ত অলরাউন্ডার না নিয়ে গেল, সেটাও বড় প্রশ্ন। প্রসঙ্গত এর আগে হার্দিক পান্ডিয়া, দল ষষ্ঠ বোলারের অভাবে ভুগছে বলে প্রতিক্রিয়া দেন।

হোয়াইটওয়াশের সামনে ভারত
প্রসঙ্গত সিডনিতে দুই ম্যাচেই ভারত বোলিং বিপর্যয়ে ম্যাচ হেরে বসেছে। প্রথম ম্যাচে ৩৭৪ রান খরচের পর দ্বিতীয় ম্যাচে ভারতীয় পেসাররা ৩৮৯ রান খরচ করেন। বুধবার ক্যানবেরাতে ভারতীয় বোলিং পুরনো ফর্মে ফিরে অস্ট্রেলিয়া বিরুদ্ধে হোয়াইটওয়াশ রুখতে পারে কিনা, সেটাই এখন দেখার।
অধিনায়ক বিরাটের শেষের দিন শুরু? রোহিতকে নেতৃত্ব দেওয়ার দাবি, শাস্ত্রীকে সরানো নিয়ে সরব নেটিজেনরা
