For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত শর্মাকে একটি শব্দে ব্যাখ্যা করুন, কী উত্তর শোয়েব আখতারের

রোহিত শর্মাকে একটি শব্দে ব্যাখ্যা করুন, কী উত্তর শোয়েব আখতারের

  • |
Google Oneindia Bengali News

অজিভূমে সিডনি টেস্টে রোহিত শর্মাকে কামব্যাক করতে দেখার জন্য মরিয়া ক্রিকেটজগৎ। আইপিএলের মাঝে পাওয়া চোটের পর হিটম্যানকে দেশের জার্সিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে দেখতে পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। অবশেষে ডনের ডেরায় তৃতীয় টেস্ট থেকে মাঠে ফিরতে চলেছেন রোহিত। আর হিটম্যানের মাঠে ফেরার আগে রোহিত শর্মাকে একটি শব্দে ব্যাখ্যা করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন এক ক্রিকেট ফ্যান।

শোয়েব আখতারকে প্রশ্ন রোহিতভক্তের

শোয়েব আখতারকে প্রশ্ন রোহিতভক্তের

পাকিস্তানের প্রাক্তন পেসার রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসকে এক রোহিতভক্ত প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য ও সোশ্যাল মিডিয়ায় শোয়েব আখতারের দারুণ যাতাযাত রয়েছে। সেখানেই তাঁকে এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়।

কী উত্তর দিলেন শোয়েব আখতার

কী উত্তর দিলেন শোয়েব আখতার

ক্রিকেটভক্তে প্রশ্নে দারুণ উত্তর দিয়ে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের দিল জিতে নিলেন আখতার। পাকিস্তানের প্রাক্তন পেসার বলেন, 'রোহিতকে একটি শব্দ ব্যাখ্যা করার জন্য বিশেষ শব্দটি মার্কেটে চলে এলেই,জানিয়ে দেব।' হিটম্যানকে নিয়ে শোয়েবের এমন মজার কমেন্ট রীতিমতো ভাইরাল।

অধিনায়ক ইস্যুতে রোহিতের পাশে শোয়েবে

অধিনায়ক ইস্যুতে রোহিতের পাশে শোয়েবে

প্রসঙ্গত এর আগে অধিনায়ক ইস্যুতে রোহিতের সমর্থনে এগিয়ে এসেছেন আখতার। মুম্বইকে এবছর পঞ্চমবারের জন্য ট্রফি দিয়েছেন রোহিত। হিটম্যানের দুর্দান্ত নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স দল পঞ্চমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হয়। আর এরপরই বিরাটের পরিবর্তে রোহিতকে ক্যাপ্টেন করা উচিত বলে চর্চা শুরু। সেসময় রোহিত ভারতীয় দলের অধিনায়ক হওয়ার ক্ষমতা রাখে বলে শোয়েব আখতার প্রতিক্রিয়া দেন।

কবে থেকে রোহিতকে মাঠে দেখা যাবে

কবে থেকে রোহিতকে মাঠে দেখা যাবে

৭ ডিসেম্বর থেকে সিডনিতে তৃতীয় টেস্টে ঢাকে কাঠি। ভারত-অস্ট্রেলিয়া এই টেস্ট দিয়ে চোটের পর দেশের জার্সিতে ফিরছেন রোহিত। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে তাঁর ওপেন করার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে শুভমান গিল মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন।

আইএসএলে মুখোমুখি বেঙ্গালুরু ও মুম্বই, পাল্লা ভারী কোন দলের এবং কেন?আইএসএলে মুখোমুখি বেঙ্গালুরু ও মুম্বই, পাল্লা ভারী কোন দলের এবং কেন?

English summary
Ind vs Aus: Describe Rohit Sharma in one word, Shoaib Akhtar gives a hilarious reply
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X