ভারত বনাম অস্ট্রেলিয়া: চোটের কবলে অজি ক্রিকেটার, শিবিরে বড় ধাক্কার আশঙ্কা
সিডনিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করার সময় চোটের কবলে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ম্যাচের চতুর্থ ওভারে ফিল্ডিংয়ের সময় কুচকিতে চোট পান ওয়ার্নার। শিখর ধাওয়ানের ব্যাট থেকে বেরোনো বল বাঁচাতে গিয়ে, ডিগবাজি খান ওয়ার্নার। সেই সময়ই কুচতি চোট পান। তড়িঘড়ি মাঠ ছাড়েন তারকা ব্যাটসম্যান।

দলের সূত্রে জানানো হয়েছে আজ রাতেই ওয়ার্নারের চোটের পরীক্ষা হবে। রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত তাঁর খেলা নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়ে গেল। ভারতের বিরুদ্ধে তিন ফর্ম্যাটের সিরিজেই অস্ট্রেলিয়ার হয়ে গেম গেঞ্জার ওয়ার্নার।
সিডনিতে বিরাটদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ফিঞ্চের সঙ্গে ১৫৬ রানের পার্টনারশিপ গড়েন। প্রথম ম্যাচে ওপেনিংয়ে শতরান পার্টনারশিপের পর এদিনও ফিঞ্চের সঙ্গে সেঞ্চুরি পার্টনারশিপ ওয়ার্নারের। ডান-বাম জুটিতে এদিন ১৪২ রান উঠেছে। সিডনিতে দ্বিতীয় ওডিআইয়ে এদিন ওয়ার্নার ৭৭ বলে ৮৩ রান হাঁকান। ৭টি বাউন্ডারিও ৩টি ওভার বাউন্ডারিতে ইনিংস সাজান বাঁ-হাতি।
ওয়ার্নারের কুচকির চোট কতটা গুরুতর সেই নিয়ে অজি টিম সূত্রে অবশ্য এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। চোট গুরুত্বর হলে চার থেকে পাঁচ সপ্তাহের জন্যে ছিটকে যেতে পারেন তিনি।