টানা ২ ম্যাচে দ্বিশতরান, তরুণ ক্রিকেটারই এবার ভারতের বিরুদ্ধে ওয়ার্নারের ওপনিং সঙ্গী হচ্ছেন?
ক্রিকেটপ্রেমীদের শয়নে স্বপ্ননে এখন ভারত-অস্ট্রেলিয়ার তিন সিরিজ ঘিরে উত্তেজনা। ওডিআই দিয়ে মহারণ শুরু, এরপর টি-২০ হয়ে প্রতীক্ষিত টেস্ট সিরিজের বল গড়াবে। যেখানে শুরুতেই গোলাপি বলে দিন রাতের টেস্ট মহারণ, অ্যাডিলে়ডের এই টেস্ট ঘিরে ক্রিকেট বিশ্বে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

আকর্ষণের কেন্দ্রে স্মিথ-ওয়ার্নার
বল বিকৃতির নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর ঘরের মাঠে এই প্রথমবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামবেন স্মিথ-ওয়ার্নার। দুই মহারথীকে ঘিরেও রয়েছে আলাদা আকর্ষণ। এর মাঝেই এবার ভারতের বিরুদ্ধে নিজের পছন্দের ওপেনিং পার্টনার নিয়ে মুখ খুললেন ওয়ার্নার।

টানা ২টি দ্বিশতরান হাঁকিয়ে নজরে তরুণ ব্যাটসম্যান
সম্প্রতি অক্টোবর-নভেম্বরে শেফিল্ড শিল্ডে পর পর দুটি ম্যাচে দ্বিশতরান হাঁকিয়ে ( ২ ম্যাচে ৪৯৫ রান) অস্ট্রেলিয়ান ক্রিকেটে সংবাদ শিরোনামে উঠে আসেন উইল পুকোভস্কি। ২২ বছরের তরুণ ক্রিকেটার টানা দুই ম্যাচে দ্বিশতরান হাঁকানোর পর অজি কিংবদন্তিরা তাঁকে ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ দলে নেওয়া নিয়ে সওয়াল করছিলেন। যারপর নির্বাচকরাও ডানহাতি এই ব্যাটসম্যানদের উপর আস্থা রেখে তাঁকে বিরাটের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে সুযোগ করে দেন।

ওয়ার্নারের ওপেনিং সঙ্গী কে, জল্পনা তুঙ্গে
আর এরপরই আসন্ন চার টেস্টে ভারতের বিরুদ্ধে ওপেনিংয়ে কাঁদের জুটি বাঁধতে দেখা যাবে সেই নিয়ে জল্পনা তুঙ্গে। টেস্ট ক্রিকেটে অজিদের হয়ে এখন ওয়ার্নারের সঙ্গে জো বার্নসকে ওপেন করতে দেখা যায়। সেখানেই পুকোভস্কির উত্থানের পর তাঁকে এবার বিরাটদের বিরুদ্ধে কি প্রথম টেস্ট থেকেই ওয়ার্নারের সঙ্গী হতে দেখা যাবে, সেই নিয়ে জল্পনা চলছে।

ওয়ার্নার কী জানালেন
তরুণ পুকোভস্কির ব্যাটিংয়ে মুগ্ধ ওয়ার্নার। অস্ট্রেলিয়ান মিডিয়াকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পুকোভস্কির প্রশংসা করে ওয়ার্নার বলেন, '২২ বছরের তরুণ ব্যাটসম্যান শেফিল্ডে দারুণ ক্রিকেট খেলে ভারতের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ করে নিয়েছে।'

ওপেনিং পার্টনার হিসেবে কাকে চাইছেন
এরপরই ওয়ার্নার বলেছেন, 'কিন্তু জো বার্নস শেষ গ্রীষ্মে দারুণ ক্রিকেট খেলেছেন। ফলে ওপেনিং থেকে সরানোরও কোনও যুক্তি নেই। সেই সঙ্গে ওর সঙ্গে আমার বোঝাপড়াও দারুণ। গত গ্রীষ্মে দুজনে জুটিতে দলের হয়ে প্রচুর রান করেছি। মাঠে নামলে কখন কে কী করতে চলেছে দুজনের মধ্য়ে সেই রয়াসন তৈরি হয়েছে।' ফলে এভাবেই ভারতের বিরুদ্ধে ওপেনিং সঙ্গী হিসেবে ওয়ার্নার কাকে চাইছেন পরোক্ষে বুঝিয়ে দিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে-তে কোন কোন ক্রিকেটারের দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া