For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম টেস্ট সেঞ্চুরির মাঠে, ২০২০-র সেঞ্চুরি খরা কাটাতে পারবেন কি বিরাট?

প্রথম টেস্ট সেঞ্চুরির মাঠে, ২০২০-র সেঞ্চুরি খরা কাটাতে পারবেন কি বিরাট?

  • |
Google Oneindia Bengali News

২০২০ তে সেঞ্চুরি খরা বিরাটের। এবছর তিন ফর্ম্যাট মিলিয়ে বিরাট একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। সামনে এবার বছর শেষে ভারত-অস্ট্রেলিয়ার হাইভোল্টেজ টেস্ট মহারণ। বৃহস্পতিবার থেকে পিঙ্ক বল টেস্ট দিয়ে চার ম্যাচের টেস্ট সিরিজে ঢাকে কাঠি।

প্রথম টেস্ট সেঞ্চুরির মাঠে, ২০২০-র সেঞ্চুরি খরা কাটাতে পারেন বিরাট

প্রথম টেস্ট সেঞ্চুরির মাঠে, ২০২০-র সেঞ্চুরি খরা কাটাতে পারেন বিরাট

অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল বিরাটের কেরিয়ারে বিদেশের মাঠগুলির মধ্যে অন্যতম পয়া মাঠ। এই মাঠেই টেস্ট কেরিয়ারে বিরাট তাঁর প্রথম সেঞ্চুরি হাঁকান। ২০১২ সালে ডনের দেশে সফর করতে এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্য়াট করতে নেমে কোহলি ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ১১৬ রান হাঁকান। এবার অজিভূমে বৃহস্পতিবার অ্যাডিলেডে পিঙ্ক টেস্ট খেলতে নামছেন বিরাট। বছরভর সেঞ্চুরিহীন থাকার পর কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির মাঠে কোহলি শতরানের খরা কাটিয়ে উঠতে পারেন কিনা, সেই দিয়েই তাকিয়ে ক্রিকেটমহল।

অ্যাডিলেডে বিরাটের কটি সেঞ্চুরি রয়েছে

অ্যাডিলেডে বিরাটের কটি সেঞ্চুরি রয়েছে

অ্যাডিলেডে বিরাটের মোট ৩টি সেঞ্চুরি রয়েছে। ২০১২ সালে ১১৬ রান হাঁকানোর পর ২০১৪ সালে ডনের দেশে সফরে গিয়ে বিরাট অ্যাডিলেডে দুই ইনিংসে যথাক্রমে ১১৫ ও ১৪১ রান হাঁকান।

পিঙ্ক টেস্টে বিরাটের শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি

পিঙ্ক টেস্টে বিরাটের শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি

দরজায় কড়া নাড়ছে পিঙ্ক টেস্ট। বৃহস্পতিবার অজিভূমে দিন রাতের টেস্টে বল গড়ানো এখন আর মাত্র ১ দিনের অপেক্ষা। বিরাট এই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে ২০২০তে শতরানের খরা কাটাতে পারেন কিনা, সেটা সময়ই বলবে। তবে পিঙ্ক টেস্টে বিরাটের নজির ভালো। শেষবার পিঙ্ক টেস্টেরই আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট তাঁর শেষ শতরানটি পান। ভারতের মাটিতে ইডেনে গত বছর নভেম্বরে বিরাট বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের ম্যাচে ১৩৬ রান হাঁকান।

ডনের দেশে শেষবার বিরাটের অধিনায়কত্বে ভারতের সিরিজ জয়

ডনের দেশে শেষবার বিরাটের অধিনায়কত্বে ভারতের সিরিজ জয়

উল্লেখ্য পিঙ্ক টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন বিরাট। ডনের দেশে শেষবার, উপমহাদেশের প্রথম অধিনায়ক হিসেবে অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ (২-১) জেতার পর, এবার অ্যাডিলেডে পিঙ্ক টেস্ট জিতে ভারতের পক্ষে সিরিজের সুর বেঁধে দিতে পারেন কিনা সেটাই এখন দেখার।

কয়লা পাচারকাণ্ডে সিবিআই তদন্ত কীভাবে! হাইকোর্টে মামলা দায়ের লালারকয়লা পাচারকাণ্ডে সিবিআই তদন্ত কীভাবে! হাইকোর্টে মামলা দায়ের লালার

English summary
Ind vs Aus: Can Virat kohli get century in Adelaide after no century in 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X