For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডনের দেশে ঝোড়ো ব্যাটিংয়ে, ভারতীয় ক্রিকেটে ফিনিশার ধোনির যোগ্য উত্তরসূরি কি পান্ডিয়া, উঠছে প্রশ্ন

ডনের দেশে ঝোড়ো ব্যাটিংয়ে, ভারতীয় ক্রিকেটে ফিনিশার ধোনির যোগ্য উত্তরসূরি কি পান্ডিয়া, উঠছে প্রশ্ন

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলে ফিনিশার ধোনির যোগ্য উত্তরসূরি কি হার্দিক পান্ডিয়া? ডনের দেশে ব্যাটে তাঁর ঝোড়ো ইনিংসে বিশ্বকাপের আগে হার্দিককে নিয়ে নতুন করে প্রত্যাশা শুরু। চোটের পর ফিরে এসে আইপিএলে মুম্বই জার্সিতে ব্যাটে বেশ কয়েকটি ঝড়ো ইনিংস খেলেন। যার মধ্য়ে বেশিরভাগেই ফিনিশার হার্দিককে পাওয়া গিয়েছিল।

ডনের দেশে ঝোড়ো ব্যাটিংয়ে, ভারতীয় ক্রিকেটে ফিনিশার ধোনির যোগ্য উত্তরসূরি কি পান্ডিয়া, উঠছে প্রশ্ন

এবার দেশের জার্সি গায়ে চাপিয়ে ফিনিশার হিসেবে দারুণ সফল হার্দিক। অজিভূমে প্রথম ওডিআইয়ে ৩৭৫ রান তাড়া করতে নেমে সিডনিতে ৭৬ বলে ৯০ রান হাঁকান। ভারতীয় ব্যাটিং লাইন আপে এটাই সেদিন সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল। দ্বিতীয় ওডিআইয়ে বড় রান না পেলেও তৃতীয় ম্যাচে ফের ফিনিশার হিসেবে উজ্জ্বল হার্দিক।

সিডনির পর এদিন ক্যানবেরাতে বিধ্বংসী ব্যাটিংয়ে ৭৬ বলে ৯২ রানে অপরাজিত থেকে ভারতকে ৩০২ রানে পৌঁছে দেন হার্দিক। ৭টি বাউন্ডারির পাশাপাশি হার্দিক ১টি ছক্কা হাঁকান। জাদেজার সঙ্গে ষষ্ঠ উইকেট হার্দিকের ১৫০ রানের অপরাজিত পার্টনারশিপ ম্যাচের ভাগ্য পাল্টে দেয়। হার্দিককে যোগ্য সংগত দিয়ে জাদেজা এদিন ৫০ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৬৬ রান হাঁকান। ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার টার্গেট ৩০৩ রান।

প্রসঙ্গত আসন্ন ২০২১তে ভারতের মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। করোনা থাবার ২০২০তে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়েছে। সব মিলিয়ে আগামী ৩ বছরে তিন বিশ্বকাপ। ২০২১ এর পর ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ ও ২০২৩ সালে ভারতের মাটিতে পঞ্চাশ ওভারে বিশ্বকাপ রয়েছে। ফলে ফিনিশার হিসেবে নিজেকে আরও পরিণত করতে পারলে হার্দিক, ধোনির জুতোয় পা গলাতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

গেমচেঞ্জার হার্দিক-জাদেজা, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল ভারতগেমচেঞ্জার হার্দিক-জাদেজা, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিল ভারত

English summary
Ind vs Aus: can hardik pandya become next finisher after Dhoni for india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X