For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলিকে 'ঘৃণা' করেন অস্ট্রেলিয়ানরা, অজি সিরিজের আগে কেন এমন বললেন টিম পেইন

কোহলিকে 'ঘৃণা' করেন অস্ট্রেলিয়ানরা, অজি সিরিজের আগে কেন এমন বললেন টিম পেইন

  • |
Google Oneindia Bengali News

দরজায় কড়া নাড়ছে অস্ট্রেলিয়া সফর। ২৭ নভেম্বর থেকে ওডিআই সিরিজ দিয়ে অজি সফরে ঢাকে কাঠি। ইতিমধ্যে বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট দল দুবাই থেকে সিডনি পৌঁছে নিভৃতবাসে রয়েছে। শনিবার মাঠে নেমে আউটডোর ট্রেনিংও করেছেন হার্দিক পান্ডিয়ারা। এর মাঝেই এবার কোহলিকে 'ঘৃণা' করতে চান অস্ট্রেলিয়ানরা বলে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন বিপক্ষ দলের টেস্ট অধিনায়ক টিম পেইন।

কেন কোহলিকে 'ঘৃণা' করতে চান, কী জানালেন পেইন

কেন কোহলিকে 'ঘৃণা' করতে চান, কী জানালেন পেইন

পেইন অজি সংবাদমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'প্রতিপক্ষ দলের ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে অজিরা বিরাটকে ঘৃণা করে।' এই প্রতিক্রিয়া দিয়ে পরমুহূর্তেই পেইন আবার জুড়েছেন, 'সেই সঙ্গে বিরাটের ব্যাটিং অস্ট্রেলিয়ানদের মুগ্ধ করে।'

পেইনের বক্তব্য

পেইনের বক্তব্য

পেইন আরও জুড়েছেন, 'অস্ট্রেলিয়ানরা মাঠে বিরাটের ব্যাটিং দেখার জন্য মুখিয়ে থাকে। সব মিলিয়ে বিরাটকে যেমন আমরা ঘৃণা করি, ঠিক তেমনি দারুণ ভালোবাসি। ও রান করুক, কোহলির প্রতি ভালোবাসা থেকে অজিরা এমনটা চায়, কিন্তু বিরাট অজিদের বিরুদ্ধে বড় ইনিংস খেলুক সেটা কখনই চায় না। ফলে বিরাট কোহলিকে নিয়ে অজিরা দ্বিধাবিভক্ত থাকে।'

একনজরে সিরিজের সূচি

একনজরে সিরিজের সূচি

২৭ নভেম্বর ওডিআই ম্যাচ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু। সফরের শুরুতে তিনটি ওডিআই রয়েছে। ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর ওডিআই ম্যাচ। এরপর ৪,৬ ও ৮ ডিসেম্বর টি-২০ সিরিজ রয়েছে। ১৭ ডিসেম্বর থেকে এরপর ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে মাঠে নামছে। যা নিয়ে ইতিমধ্য়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। ১৭ ডিসেম্বর দিন রাতের টেস্ট দিয়ে টেস্ট সিরিজে ঢাকে কাঠি পড়তে চলেছে।

কেন আতঙ্কের নাম বিরাট

কেন আতঙ্কের নাম বিরাট

অন্যদিকে অস্ট্রেলিয়া সফরে আতঙ্কের নাম বিরাট। গতবার এই অজি সফরে দাপটের সঙ্গে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারিয়ে ইতিহাস গড়েছিলেন বিরাট অ্যান্ড কোম্পানি। এবছর অবশ্য টেস্ট সিরিজে একটি ম্যাচ খেলেই বিরাট পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরছেন।

<strong>দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে কেন নেটিজেনদের ট্রোলের মুখে বিরাট </strong>দিওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে কেন নেটিজেনদের ট্রোলের মুখে বিরাট

English summary
Ind vs Aus: Australians love to hate Virat kohli, says Aus test captain tim paine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X