For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটদের বিরুদ্ধে সিরিজে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কীভাবে অভিনব প্রতিবাদ জানাবে অস্ট্রেলিয়া

বিরাটদের বিরুদ্ধে সিরিজে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে কীভাবে অভিনব প্রতিবাদ জানাবে অস্ট্রেলিয়া

  • |
Google Oneindia Bengali News

২৭ নভেম্বর থেকে বিরাট কোহলির ভারতের বিরুদ্ধে মাঠে নামছে অস্টেলিয়া। করোনা পরবর্তী সময়ে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যবর্তনে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে অভিনব প্রতিবাদের ভাবনা অজি শিবিরের। বিষের বছর ২০২০তে বিশ্বজুড়ে অতিমারির সংকটের মাঝেই আমেরিকার '‌ব্ল্যাক লাইভস ম্যাটার'-এর আন্দোলনের ঝড় ছড়িয়ে পড়েছিল। খেলার মাঠও সেই ঝড়ের প্রভাব পড়েছে। এবার অস্ট্রেলিয়ান ক্রিকেট দল তাঁদের মতো করে বর্ণবিদ্বেষের প্রতিবাদ করতে চলেছে।

হাঁটু মুড়ে মাঠে বসা নয়, অভিনব পদ্ধতিতে প্রতিবাদ

হাঁটু মুড়ে মাঠে বসা নয়, অভিনব পদ্ধতিতে প্রতিবাদ

হাঁটে মুড়ে মাঠে বসা নয়, অভিনব পদ্ধতিতে প্রতিবাদ জানাতে চলেছেন স্টিভ স্মিথ, মিচেল স্টার্করা। '‌ব্ল্যাক লাইভস ম্যাটার'-এর সমর্থনে বিশ্বের প্রায় প্রতিটা নামী অ্যাথলিটই হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছেন। বর্ণবিদ্বেষের বিরুদ্ধে নভেম্বরে শেষ হওয়া আইপিএলেও প্রতিবাদ দেখা গিয়েছিল। এবার সেই আসরে নামছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

‌বেয়ারফুট সার্কল

‌বেয়ারফুট সার্কল

জাস্টিন ল্যাঙ্গারের দল,অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের প্রতিবাদের মডেলই অনুকরণ করতে চলেছেন। ম্যাচের দিন, খালি পায়ে গোল হয়ে দাঁড়াবে গোটা দল। যাকে বলা হচ্ছে '‌বেয়ারফুট সার্কল।'

প্রথমবার ছেলেদের ক্রিকেটে তৈরি হবে এমন মুহূর্ত

প্রথমবার ছেলেদের ক্রিকেটে তৈরি হবে এমন মুহূর্ত

‌২৭ ডিসেম্বর সিডনির মাঝে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওডিআই ম্যাচ রয়েছে। সেই ম্যাচেই প্রথমবার ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চরা খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চলেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে।

প্যাট কামিন্স যা বললেন

প্যাট কামিন্স যা বললেন

এই নিয়ে অস্ট্রেলিয়া টেস্ট দলের সহঅধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, 'বর্ণবিদ্বেষকে চিরতরে মুছে দিতে হবে। তার জন্য আমরা সবাই প্রতিবাদ করতে তৈরি। আমরা হাঁটু মুড়ে বসছি না, বেয়ারফুট সার্কলের মাধ্যমে আমরা আমাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছি। এর দ্বারা মানুষ হিসেবে অস্ট্রেলিয়ানরা যে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে, আমরা তা প্রমাণ করতে চাই।'

'বিরাট কাগজের অধিনায়ক', সমর্থন সূর্যকুমারের, নতুন বিতর্কে 'স্কাই''বিরাট কাগজের অধিনায়ক', সমর্থন সূর্যকুমারের, নতুন বিতর্কে 'স্কাই'

English summary
Ind vs Aus: Australian men's cricket team to do 'barefoot circles' as anti-racism statement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X