For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে কাকে প্রত্যাশা রাখছে অস্ট্রেলিয়া, জানালেন ফিঞ্চ

রোহিতের পরিবর্ত হিসেবে ভারতীয় দলে কাকে প্রত্যাশা রাখছে অস্ট্রেলিয়া, জানালেন ফিঞ্চ

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই অজি সফরে মাঠে নামছে ভারত। ভারতীয় সময় সকাল ৯.১০ মিনিটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ওডিআই দিয়ে কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে মেন ইন ব্লু। ফলে ক্রিকেটে ফ্যানেদের কাছে উত্তেজনার পারদ এখন তুঙ্গে।

রোহিত না থাকায় ভারতের শক্তিক্ষয় নিয়ে চিন্তা

রোহিত না থাকায় ভারতের শক্তিক্ষয় নিয়ে চিন্তা

ইন্দো-অজি ক্রিকেট মহারণে মাঠে বল গড়ানোর আগে রোহিত শর্মাকে নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। শেষবার এই রোহিত শর্মাই ডনের দেশে অজিভূমে ওডিআই সিরিজে সবচেয়ে বেশি রান হাঁকিয়েছিলেন। এবার অবশ্য চোট ধোঁয়াশায় সীমিত ওভারে তাঁকে বাইরে রেখে নির্বাচকরা দল পাঠিয়েছেন। ফলে হিটম্যানকে হারানোয় ভারতীয় দলের শক্তিক্ষয় নিয়ে চর্চা তুঙ্গে।

হিটম্যানের বিকল্প কে

হিটম্যানের বিকল্প কে

তবে ভারতের কাছে হিটম্যানের বিকল্প রয়েছে, বিপক্ষ দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য এমনটাই মনে করছেন। রোহিতকে নিয়ে ম্যাচের আগের দিন ফিঞ্চ বলেন, 'রোহিত মহান ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওর ঈর্ষণীয় সাফল্য রয়েছে। রোহিতের চোট পাওয়া দুভার্গ্যজনক।'

কী জানালেন ফিঞ্চ

কী জানালেন ফিঞ্চ

সেই সঙ্গে ভারতীয় দলে রোহিতের পরিবর্ত কে হতে পারেন, সেই নিয়ে জানিয়েছেন ফিঞ্চ। অজি অধিনায়কের মতে মায়াঙ্ক আগারওয়াল হিটম্যানের পরিবর্ত হতে পারেন। ফিঞ্চ বলেছেন, 'এই মুহূর্তে মায়াঙ্ক দারুণ ফর্মে রয়েছেন। ওর মধ্যে স্কোরবোর্ড সচল রাখার দারুণ স্কিল রয়েছে।'

মায়াঙ্কের ক্রিকেট কেরিয়ার

মায়াঙ্কের ক্রিকেট কেরিয়ার

প্রসঙ্গত গত বার ২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে মায়াঙ্ক দেশের হয়ে টেস্ট ক্রিকেট অভিষেক করেন। মেলবোর্নে টেস্ট অভিষেকে ৭৬ রান হাঁকানোর পর সিডনিতে ৭৭ রান হাঁকিয়ে নজরে আসেন। পরবর্তী সময় ২০২০সালের নিউজিল্যান্ড সফরে দেশের হয়ে ওডিআইয়ে অভিষেক। কিউয়িদের বিরুদ্ধে ৩ ম্যাচ খেলে ৩৬ রান হাঁকিয়েছেন। আইপিএলে ১১ ম্যাচে ৪২৪ রান হাঁকানোর পর সাদা বলের ক্রিকেটে মায়াঙ্ককে, আগামী দিনে দেখার জন্যে প্রত্যাশার পারদ তুঙ্গে।

English summary
Ind vs Aus: Aron Finch thinks Mayank can be effective replacement of Rohit in limited over
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X