For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক বল টেস্ট: রাহানের কোহলির 'বিরাট' রান আউট, গোধূলি বেলায় প্রত্যাঘাতে জাঁকিয়ে বসল অজিরা

রাহানের কোহলির 'বিরাট' রান আউট, গোধূলি বেলায় প্রত্যাঘাতে জাঁকিয়ে বসল অজিরা

  • |
Google Oneindia Bengali News

অ্যাডিলেডে পিঙ্ক টেস্টের প্রথম দিনের 'বিরাট' ভুলে রানের পাহাড় গড়া হল না ভারতের। দেশের দুই ওপেনার পৃথ্বী (০) ও মায়াঙ্ক (১৭) এদিন সাফল্য না পেলেও তিন নম্বরে চেতেশ্বর পূজারা ও চারে বিরাটের ব্যাটে ভারত ম্যাচে ফেরে। এরপর তৃতীয় সেশনে 'ব্রেনফেড রানআউট'-এ ছন্দপতন!

দিনের শেষ সেশনে গোধূলি বেলায় ৩ উইকেট হারিয়ে ছন্দ হারাল কোহলি অ্যান্ড কোম্পানি। দিন রাতের টেস্টে প্রথম দিনের ৮৯ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান তুলল ভারত।

রাহানে কোহলির 'বিরাট' রান আউট

রাহানে কোহলির 'বিরাট' রান আউট

তৃতীয় উইকেটে বিরাট-পূজারার জুটি ৬৮ ও চতুর্থ উইকেটে বিরাট-রাহানের জুটি ৮৮ রান যোগ করে। ফলে চাপ কাটিয়ে ম্যাচে ফিরে ভারত ১৮০ রানের গণ্ডি পার করে। সেখান থেকেই এরপর ছন্দপতন। ম্যাচের ৭৭ তম ওভারের শেষ বলে ন্যাথান লায়নের ডেলিভারিতে ড্রাইভ দিয়ে ১ রান নেওয়ার জন্য রাহানে ক্রিজ থেকে দু'পা এগিয়ে আসেন। এতেই রান নিতে ছুটে বোঝাপড়ার ভুলে ৭৪ রানে রান আউট বিরাট।

গোধূলিতে অজিদের চাপ বৃদ্ধি

গোধূলিতে অজিদের চাপ বৃদ্ধি

বিরাটের রান আউটের পরই ম্যাচে জাঁকিয়ে বসে অজিরা। ১৮৮/৩ থেকে দ্রুত ৩টি উইকেট তুলে নিয়ে দুরন্ত প্রত্যাঘাত পেইনদের। কোহলির রান আউটের পর অজিঙ্ক রাহানে ৪২ রান করে আউট হন। ভারতীয় দলের সহঅধিনায়ক এদিন, স্টার্কের গতি ও ভিতরে আসা বলে, এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। হনুমাকে ১৬ রানে দ্রুত সাজঘরে ফেরান হ্যাজেলউড। তিনিও এলবিডব্লিউ আউট হয়েছেন।

লড়াইয়ে ঋদ্ধি-অশ্বিন

লড়াইয়ে ঋদ্ধি-অশ্বিন

গোধূলি বেলায় ১৮ রানের ব্যবধানে ভারত ৩ গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারালেও অশ্বিনের ১৫ ও ঋদ্ধিমানের ৯ রানের সুবাধে দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ২৩৩ রানে পৌঁছেছে। পিঙ্ক টেস্টের দ্বিতীয় দিন অজি বোলিংয়ের বিরুদ্ধে ঋদ্ধি-অশ্বিন ব্যাটে ভরসা দিলে পেইনদের তিনশোর বেশি রানের টার্গেট ছুঁড়ে দেওয়ার পথে হাঁটতে পারে ভারত।

ব্যাটে দিনের সেরা পারফর্ম্যার

ব্যাটে দিনের সেরা পারফর্ম্যার

ব্যাটে বিরাট কোহলির ৭৪ ছাড়াও অজিঙ্কের ৪২ ও পূজারার ৪৩ রানের দামি ইনিংস রয়েছে। পূজারা এদিন ১৬০ বল খেলে অজিভূমে চলতি দশকে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ড গড়লেন। এর আগে জো রুট অজিভূমে চলতি দশকে সবচেয়ে বেশি ৩৬০৭টি ডেলিভারি খেলেছিলেন। সেই রেকর্ড টপকে পূজারা ৩৬০৯টি ডেলিভারি খেলার রেকর্ড গড়লেন।

বল হাতে সেরা পারফর্ম্যান্স

বল হাতে সেরা পারফর্ম্যান্স

অজিদের হয়ে পিঙ্ক বলের ত্রাস মিচেল স্টার্ক ২টি, হ্যাডেলউড- কামিন্স ও লায়ন একটি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিন অজি বোলিংয়ের বিরুদ্ধে ঋদ্ধি-অশ্বিন কেমন খেলেন সেই নিয়ে প্রত্যাশার পারদ তুঙ্গে।

English summary
Ind vs Aus: after virat-rahane run out, Australia take charge under lights restricted India for 233/6
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X