For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিসবেন টেস্টের আগে ভারতীয় দলের ক্রিকেটারদের দেওয়া হল ঘুমের ওষুধ

ব্রিসবেন টেস্টের আগে ভারতীয় দলের ক্রিকেটারদের কেন দেওয়া হল ঘুমের ওষুধ

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে ঐতিহাসিক টেস্ট ড্র। যারপর ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা। সিডনিতে শেষ দিনে মাত্র ৩ উইকেট হারিয়ে পন্থ-পূজারা-অশ্বিন-হনুমার লড়াইয়ে ম্যাচ ড্র করে মাঠ ছাড়ে ভারত। ক্রিজ কামড়ে পড়ে থেকে দলের এমন লড়াইয়ের পরও ভারতীয় শিবির বিধ্বস্ত ও বিপর্যস্ত। সেখানেই এবার উঠে এলে খবরের নতুন দৃষ্টিকোণ। যেখানে জানা যাচ্ছে ভারতীয় দলকে দেওয়া হল ঘুমের ওষুধ।

কেন বিপর্যস্ত ভারত

কেন বিপর্যস্ত ভারত

ডনের দেশে টেস্ট সিরিজে একের পর এক চোট আঘাত। অ্যাডিলেডে কব্জি ভাঙায় মহম্মদ শামিকে হারাতে হয়। এরপর দ্বিতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ের চোটে সিরিজের বাইরে উমেশ। সিডনিতে মাঠে নামার আগে প্রস্তুতিতে কব্জিতে চোটে দলের বাইরে রাহুল। সিডনি টেস্টে এরপর এক এক করে চোটের তালিকা বেড়েই চলে। স্টার্কের ঘাতক বাউন্সারে রবীন্দ্র জাদেজার বাঁ-হাতের আঙুলের হাড় ভাঙে। ইতিমধ্য়ে মঙ্গলবার অস্ত্রোপচার হয়েছে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে হনুমা বিহারী সিরিজের শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন।

ব্রিসবেনে নেই বুমরাহ

ব্রিসবেনে নেই বুমরাহ

এরপর মঙ্গলবার সবচেয়ে বড় ধাক্কা। সিডনিতে ফিল্ডিংয়ের সময় তলপেটের পেশিতে চোট পান বুমরাহ। সূত্রের খবর সেই চোটেই ব্রিসবেনে টেস্ট থেকে ছিটকে যাবেন জসপ্রীত। চোট আঘাতের এমন বিপর্যয়ে কারণে বিপর্যস্ত রাহানে অ্যান্ড কোম্পানি।

হাঁটতে পারছেন না বুমরাহ

হাঁটতে পারছেন না বুমরাহ

ভারতীয় দলের সূত্রে জানা গিয়েছে, 'সোমবার বিকেলে বুমরাহ চোটের কারণে ঠিক মতো হাঁটতেই পারছেন না। ফলে তাঁকে দলে রাখলে সেই সিদ্ধান্ত নিয়ে বাজি ধরতে হবে। বুমরাহকে নিয়ে এতবড় ঝুঁকি বড় ধাক্কা নিয়ে আসতে পারে।'

ভারতীয় ক্রিকেটারদের দেওয়া হল ঘুমের ওষুধ

ভারতীয় ক্রিকেটারদের দেওয়া হল ঘুমের ওষুধ

ভারতীয় দলের সূত্রের খবর, এমন বিপর্যয় ও মানসিক চাপে ভারতীয় দলের একাধিক ক্রিকেটারকে ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে। দলে ১১জন সুস্থ ক্রিকেটার পেতেই হিমশিম অবস্থা ভারতের। এই সময় মানসিক চাপ থেকে ক্রিকেটারদের দূরে রাখতে ও পর্যাস্ত বিশ্রামের জন্যেই তাদের ঘুমের ওষুধ দেওয়া হচ্ছে। এমন কী অনুশীলনের সময়ই কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

English summary
Ind vs Aus 4th test: Team source say most players look exhausted have been put on sedatives
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X