For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিসবেনে টানা ৩১ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া! মাঠে নামার আগে ভারতকে কী বলে 'স্লেজিং' হ্যাজেলউডের

ব্রিসবেনে টানা ৩১ ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া! মাঠে নামার আগে ভারতকে কী বলে 'স্লেজিং' হ্যাজেলউডের

  • |
Google Oneindia Bengali News

'অজিরা উপভোগ করে, অতিথিরা ব্রিসবেনের মাঠে গুটিয়ে থাকে'। সিরিজের চতুর্থ টেস্টে মাঠে বল গড়ানোর ৪৮ আগে এই সুর বেঁধে দিয়ে বক্তব্য অজি পেসার জস হ্যাজেলউডের। হ্যাজেলউড বলেছেন, 'অস্ট্রেলিয়ানরা ব্রিসবেনে খেলা দারুণভাবে উপভোগ করে। এখানে অজিদের রেকর্ডও দারুণ। আমরা জানি, অতিথি দেশগুলো এখানে অতীতে বারবার বিপর্যস্ত হয়েছে বলে অজিভূমে ব্রিসবেনে খেলার ক্ষেত্রে তারা একেবারেই উপভোগ করে না। উল্টে অতিথি দেশরা সবসময়ই ব্রিসবেনে গুটিয়ে থাকে।'

১৯৩১ সাল থেকে ব্রিসবেনে অস্ট্রেলিয়া কটি ম্যাচ জিতেছে

১৯৩১ সাল থেকে ব্রিসবেনে অস্ট্রেলিয়া কটি ম্যাচ জিতেছে

প্রসঙ্গত পরিসংখ্যান বলছে, ব্রিসবেনে ৫৫ টি টেস্ট ম্যাচের মধ্য়ে অস্ট্রেলিয়া ৩৩টি ম্যাচ জিতেছে। ১৩টি ম্যাচ ড্র হয়েছে। এতেই বুঝে নিয়ে অসুবিধে হয় না কেন ব্রিসবেন অস্ট্রেলিয়ানদের কাছে পয়া এবং হ্যাজেলউড ঠিক কোন কারণে অজিরা ব্রিসবেনে খেলা পছন্দ করে বলে প্রতিক্রিয়া দিয়েছেন।

ব্রিসবেনে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত কটি ম্যাচ হেরেছে

ব্রিসবেনে অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত কটি ম্যাচ হেরেছে

অস্ট্রেলিয়া এই মাঠে এখনও পর্যন্ত মাত্র ৮টি ম্যাচ হরেছে। এবং একটি ম্যাচ টাই হয়েছে (১৯৬০ সালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি টাই হয়েছিল)।

ব্রিসবেনে টানা ৩১টি ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া

ব্রিসবেনে টানা ৩১টি ম্যাচে অপরাজিত অস্ট্রেলিয়া

শেষবার অস্ট্রেলিয়া ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবেনে টেস্ট হেরেছিল। সেই হারের পর এখনও পর্যন্ত টানা ৩১ ম্যাচে অস্ট্রেলিয়া ব্রিসবেনে অপরাজিত রয়েছে।

এই ৩১ ম্যাচে অজিদের কটি জয়, কটি ড্র

এই ৩১ ম্যাচে অজিদের কটি জয়, কটি ড্র

টানা ৩১ ম্যাচের এই অপরাজিত থাকার রেকর্ডে অজিরা ৭টি ড্র রয়েছে, ২৪টি ম্যাচ জিতেছে। শেষবার ২০১২ সালে অজিরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ড্র করেছিল। এরপর ব্রিসবেনে টানা ৭ ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। ফলে বুঝে নিয়ে অসুবিধে হয় না ,হ্যাডেলউড কেন এই মাঠে অজিরা ক্রিকেট উপভোগ করেন বলেছেন।

কোন পরিসংখ্যানে ব্রিসবেনে ভারতের থেকে কিছুটা হলেও এগিয়ে অস্ট্রেলিয়া?কোন পরিসংখ্যানে ব্রিসবেনে ভারতের থেকে কিছুটা হলেও এগিয়ে অস্ট্রেলিয়া?

English summary
Ind vs Aus 4th test: Josh Hazlewood says Australia love Brisbane, touring sides don't
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X