For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একশো রানের গণ্ডি ছুঁল ভারত, পূজারা-গিলের ব্যাটে ব্রিসবেন টেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু

একশো রানের গণ্ডি ছুঁল ভারত, পূজারা-গিলের ব্যাটে ব্রিসবেন টেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু

  • |
Google Oneindia Bengali News

ব্রিসবেনে দলগত শতরান ছুঁয়ে ফেলল ভারত। গাব্বা টেস্ট জিততে ভারতের টার্গেট ৩২৮ রান।১০ উইকেটের পুঁজি নিয়ে পঞ্চম দিন ভারতের সেই টার্গেট ৩২৪ রান। সেখানেই রোহিত শর্মা এদিন বড় রান হাঁকানোর আগেই সাজঘরে ফিরে যান। হিটম্যানের সংগ্রহ ৭ রান। পঞ্চম দিনের খেলা শুরুতেই কামিন্সের শিকার হয়ে পেইনের হাতে ক্যাচ দিয়ে রোহিত প্যাভিলিয়ানে ফিরে যান।

তবে তাঁর ওপেনিং সঙ্গী শুভমানের দুরন্ত হাফ সেঞ্চুরিতে ব্রিসবেনে এই মুহূর্তে চালকের আসনে ভারত। ৪১.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ভারত স্কোরবোর্ডে ১০০ রান তুলেছে। চেতেশ্বর পূজারা ১৫ ও শুভমান গিল ৭৩ রানে ব্যাটিং করছেন। শুভমানের ব্যাটে এখনও পর্যন্ত ৬টি চারও ১টি ছক্কা এসেছে।

একশো রানের গণ্ডি ছুঁল ভারত, পূজারা-গিলের ব্যাটে ব্রিসবেন টেস্ট জয়ের স্বপ্ন দেখা শুরু

গাব্বা টেস্ট জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জিততে ভারতের এখনও ২২৪ রান প্রয়োজন (৪২ ওভারের স্কোর)। পূজারা-গিলের পর ভারতের ব্যাটিং তালিকায় একে একে রাহানে,মায়াঙ্ক-পন্থ রয়েছেন। সিডনিতে শেষ দিনে পন্থের ১১৭ বলে ৯৭ রান তৃতীয় টেস্ট জয়ের আশা জাগিয়েছিল। এদিন চতুর্থ টেস্টে পন্থের ব্যাটে এমন একটা ইনিংস মিললে সহজেই ম্যাচ জিতে সিরিজ জিততে পারে ভারত। পঞ্চম দিনে ৩২৪ রানের পাহাড় তাড়া করে, ভারত ব্রিসবেন টেস্ট জিতে সিরিজ জয়ে চোট আঘাত প্রাপ্ত দল নিয়ে ইতিহাস গড়তে পারে কিনা, সেটাই এখন দেখার।

English summary
Ind vs Aus 4th test: India reach 100 in scoreboard, need 224 runs to win Brisbane test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X