For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হনুমা-অশ্বিনের লড়াইয়ে সিডনিতে ঐতিহাসিক ড্র ভারতের, ৪২ বছর পর রাহানেদের নজির

হনুমা-অশ্বিনের লড়াইয়ে সিডনিতে ঐতিহাসিক ড্র ভারতের, ৪২ বছর পর রাহানেদের নজির

  • |
Google Oneindia Bengali News

অজিভূমে ঐতিহাসিক টেস্ট ড্র ভারতের। সিডনি টেস্টের পঞ্চম দিন ৮ উইকেটের পুঁজি নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে লড়াই ড্র করল ভারত। সৌজন্য ভারতীয় ব্যাটস্যানদের নাছোড় মানসিকতা। সিডনিতে পঞ্চম দিনে এদিন ঋষভ পন্থ ৯৭ ও পূজারা ৭৭ হাঁকিয়ে ভারতের ড্রয়ের জন্যে ভিত গড়ে দেন।

হনুমা-অশ্বিনের লড়াই

হনুমা-অশ্বিনের লড়াই

সেই ভিতেই ষষ্ঠ উইকেটে ২৫৯ বল খেলে হনুমা বিহারী ও রবিচন্দ্রন অশ্বিন ৬২ রানের পার্টনারশিপ গড়েন। অবিভক্ত এই পার্টনারশিপে ভর করেই শেষ পর্যন্ত ৫ উইকেটের পুঁজি নিয়ে ম্যাচ ড্র করল ভারত।

হনুমার ইনিংস শতরান হাঁকানোর চেয়ে কম নয়

হনুমার ইনিংস শতরান হাঁকানোর চেয়ে কম নয়

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ৪০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ৫ উইকেট হারিয়ে ৩৩৪ রান তোলে। প্রায় চার ঘন্টা ক্রিজে থেকে হনুমা বিহারী ১৬১ বল খেলে ২৩ রান হাঁকান। মন্থর হলেও হনুমার এই ব্যাটিংয়েই ম্যাচ ড্র ভারতের। হনুমার এই ইনিংস শতরান হাঁকানোর চেয়ে কোনও অংশে কম নয়। অন্যদিকে অশ্বিন ১২৮ বল খেলে ৩৯ রান হাঁকিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

৪২ বছর আগে শেষবার ভারত চতুর্থ ইনিংসে এত বেশি ওভার খেলেছিল

৪২ বছর আগে শেষবার ভারত চতুর্থ ইনিংসে এত বেশি ওভার খেলেছিল

প্রসঙ্গত ১৯৭৯ সালের পর থেকে এই প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে এত বেশি সংখ্যক ওভার খেলল ভারত। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অর্থাৎ ম্যাচের চতুর্থ ইনিংসে ভারত ১৩১ ওভার ব্যাট করেছে।

সিডনিতে ভারতের এই লড়াই কোথায় থাকবে

সিডনিতে ভারতের এই লড়াই কোথায় থাকবে

এর আগে ১৯৭৯ সালে দিল্লিতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের চতুর্থ ইনিংসে ভারত ১৩১ ওভার ব্যাট করেছিল। চতুর্থ ইনিংসে বেশি ওভার খেলার নিরিখে সিডনিতে ভারতের আজকের ইনিংস পাঁচ নম্বরে রয়েছে।

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দুরন্ত লড়াই হনুমার! দ্রাবিড়ের জন্মদিনে সিডনিতে 'দেওয়াল' হলেন বিহারীহ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে দুরন্ত লড়াই হনুমার! দ্রাবিড়ের জন্মদিনে সিডনিতে 'দেওয়াল' হলেন বিহারী

English summary
Ind vs Aus 3rd test: Hanuma-Ashwin Save test for india, team bat 131 over in 4th innings after 1979
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X