বেঙ্গালুরু সিরিজ নির্ণায়ক ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে টেনে তুললেন স্মিথ
রাজকোটে হয়নি, সেঞ্চুরির কাছে এসে মাত্র ২ রান দূরে থেমেছিলেন স্টিভ স্মিথ। স্মিথ আউট হতেই ম্যাচ থেকে ক্রমে ফিকে হতে হতে ভারতের কাছে হেরে বসেছিল অস্ট্রেলিয়া। সিরিজ ডিসাইডারে এদিন বেঙ্গালুরুতে এবার সেঞ্চুরি হাঁকিয়ে সেই খতেই প্রলেপ দিলেন স্টিভ।

১১৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে অস্ট্রেলিয়াকে আড়াশো রানের গণ্ডিতে পৌঁছে দেন স্টিভ। ওডিআই কেরিয়ারে এটি স্মিথের নবম সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩২ বল খেলে স্মিথ ১৩১ রান করে আউট হন। ইনিংসে ১৪টি চার ও ১টি ছয় রয়েছে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> need 287 runs to win the 3rd ODI and the series.<br><br>Thoughts?<a href="https://twitter.com/hashtag/INDvAUS?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvAUS</a> <a href="https://t.co/fv8JaVCJct">pic.twitter.com/fv8JaVCJct</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/1218863551089000449?ref_src=twsrc%5Etfw">January 19, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>উল্লেখ্য এদিন স্মিথের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে অজি অধিনায়ক তথা ওপেনার অ্যারন ফিঞ্চ ৩ রান করে রান আউট হন। এই রানআউটে সিংহভাগ দোষী ছিলেন স্মিথ। ব্যাটে এবার সেঞ্চুরি হাঁকিয়ে দলকে টেনে তুললেন অজিব্রিগেডে মিডল অর্ডারের সেরা অস্ত্র। শেষ পর্যন্ত স্মিথের ১৩১ ও মার্নাস লাবুসানের ৫৪ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৮৬ রান তুলল অস্ট্রেলিয়া। ম্যাচ জিততে ভারতকে ২৮৭ রান করতে হবে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">WICKET | Shami's knocked over the off stump to remove Cummins and now the leg stump on Zampa!<br><br>📺 Stream <a href="https://twitter.com/hashtag/BBL09?src=hash&ref_src=twsrc%5Etfw">#BBL09</a> ad-break free on Kayo: <a href="https://t.co/CfILOrTeyB">https://t.co/CfILOrTeyB</a><br><br>Live blog 📝: <a href="https://t.co/sGhimtagSZ">https://t.co/sGhimtagSZ</a> <a href="https://t.co/R5cn6d7xMP">pic.twitter.com/R5cn6d7xMP</a></p>— Fox Cricket (@FoxCricket) <a href="https://twitter.com/FoxCricket/status/1218861729058177025?ref_src=twsrc%5Etfw">January 19, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ভারতের হয়ে মহম্মদ শামি এদিন ম্যাচে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। এই চার উইকেট নেওয়ার সুবাদে লিস্ট এ ক্রিকেটে শামির ২০০ উইকেট পূর্ণ হল।