ভারত বনাম অস্ট্রেলিয়া: ধাওয়ানের সঙ্গে ওপেনিং সঙ্গী কে? ঘুরপাক খাচ্ছে ৩ নাম
ক্রিকেটের মেগা কার্ণিভ্যাল। কাল থেকে ভারতের অস্ট্রেলিয়া সফরে ঢাকে কাঠি। ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই মহারণে মাঠে নামতে চলেছে মেন ইন ব্লু। সেক্ষেত্রে হিটম্যান রোহিত শর্মার অনুপস্থিতিতে শিখর ধাওয়ানের ওপেনিং পার্টনার কে, সেই নিয়ে ক্রিকেট ফ্যানদের মনে প্রশ্ন শুরু।

ভারতের সামনে ৩ নাম ঘোরাফেরা করছে
প্রথম ওডিআইয়ে শিখর ধাওয়ানের ওপেনিং পার্টনার হিসেবে তিন নাম ঘোরাফেরা করছে। অতীতে ইংল্যান্ড বিশ্বকাপে শিখর ধাওয়ানের অনুপস্থিতিতে ওপেন করে সফল লোকেশ রাহুল। শুধু তাই নয়, শেষবার নিউজিল্যান্ড সফরেও ধাওয়ানের চোটের কারণে রাহুল ওপেন করেছিলেন। আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও রাহুলকে ওপেন করতে দেখা যায়। সেবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারে ওডিআই ও টি-২০ দুই ফর্ম্যাটেই রাহুল ওপেন করেছিলেন। সেক্ষেত্রে এবার অস্ট্রেলিয়া সফরে ধাওয়ানের ওপেনিং সঙ্গী হওয়ার ক্ষেত্রে লোকেশ রাহুলই লড়াইয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন।

রাহুল ছাড়া আর ২ নাম কাঁদের
এছাড়া মায়াঙ্ক আগারওয়াল ও শুভমান গিলের নাম ঘুরপাক খাচ্ছে। ওডিআই সিরিজে দুই ব্যাটসম্যানই সুযোগ পেয়েছেন। সেক্ষেত্রে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ভারত সফরে মতো, এবারও লোকেশ রাহুলকে মিডল অর্ডারে ফিশিনার হিসেবে বাড়তি দায়িত্ব দেওয়া হতে পারে। সেক্ষেত্রে শিখর ধাওয়ানের সঙ্গে মায়াঙ্ক আগারওয়াল ওপেন করতে পারেন। তরুণ তুর্কিকে সুযোগ দিতে চাইলে শুভমান গিলকেও ওপেনিংয়ে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তখন মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন রাহুল।

একনজরে সম্ভাব্য ব্যাটিং অর্ডার
ওপেনিংয়ে মায়াঙ্গ-ধাওয়ান, তিনে বিরাট কোহলি, চারে শ্রেয়স আইয়ার, পাঁচে লোকেশ রাহুল,ছয়ে হার্দিক পান্ডিয়া, সাতে জাদেজা, তিন পেসার হিসেবে খেলতে পারেন শামি, বুমরাহ ও সাইনি ও লেগ স্পিনার হিসেবে খেলতে পারেন চাহাল।

শেষবার ডনের দেশে অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজের ফল
শেষবার ডনের দেশে অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। সেবার বিরাট অ্যান্ড কোম্পানি অস্ট্রেলিয়াকে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল।
ওডিআইয়ে বিরাটের রেকর্ড ঈর্ষণীয়, কোহলির উইকেটই তাই প্রধান লক্ষ্য, জানিয়ে দিলেন অজি কাপ্তান ফিঞ্চ