অজিদের আউট হওয়ার ভয় তাড়া করছে, ভারতীয় বোলিংয়ের প্রশংসা, স্বদেশিদের সমালোচনায় কী মত পন্টিংয়ের
অ্যাডিলেডের বদলা মেলবোর্নে! দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট করে অ্যাডিলেডে ভারতকে পর্যুদস্ত করেছিল অস্ট্রেলিয়া। ভারতকে ৮ উইকেটে হারিয়ে অজিরা প্রথম টেস্ট জিতে নেয়। মেলবোর্নে এবার অ্যাডিলেডের বদলা নিল ভারতীয় দল। অজিদের ৮ উইকেটে হারিয়ে সুদে আসলে বদলা নিল রাহানের ভারত। সিরিজে এগিয়ে থাকা অবস্থায় দেশের মাটিতে অস্ট্রেলিয়ার এমন হারে, প্রাক্তনীরা ক্ষোভপ্রকাশ করেছেন। সেই তালিকায় প্রথম নাম প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের।

পেইনের দলকে নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন পন্টিং
অ্যাডিলেডে প্রথম ইনিংসে ১৯১ রান, মেলবোর্নে প্রথম ইনিংসে ১৯৫ রান আর দ্বিতীয় ইনিংসে ২০০! সিরিজে এখনও পর্যন্ত একবারও দুশো রানের গণ্ডি পার করতে পারেনি অস্ট্রেলিয়া। অজিদের ব্যাটিংয়ে এই দশা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন রিকি পন্টিং।

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কী বললেন
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জেতা প্রাক্তন অধিনায়ক বলেন, 'সিরিজে দলের ব্যাটসম্যানদের বারেবারেই নেতিবাচক অ্যাপ্রোচে ব্যাটিং করে যেতে দেখলাম। এভাবে অন্তত টেস্ট ম্যাচ জেতা যায় না। অজি ব্যাটসম্যানের বড় রানের প্রতি আগ্রহই নেই। ব্যাটিং মানসিকতা নিয়েই প্রশ্ন উঠছে।'

আউট হওয়ার ভয়
পন্টিং আরও বলেছেন, 'আউট হওয়ার ভয়, অস্ট্রেলিয়াকে জাঁকিয়ে ধরেছে। সেই কারণেই তারা বড় শট নিতে পারছে না। আর এই কারণেই সিরিজে তিনবার অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নেমেছে। '

ভারতীয় বোলিংয়ের প্রশংসা
অস্ট্রেলিয়ার ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি পন্টিং ভারতীয় বোলিংয়ের প্রশংসা করেছেন। বুমরাহ থেকে তরুণ সিরাজের বোলিংয়ে প্রশংসা করেছেন প্রাক্তন অজি অধিনায়ক। পন্টিং তাঁর কথায় জুড়েছেন, 'ভারত ভালো বোলিং করেছে, কিন্তু অজিরা এত মন্থর ব্যাটিং করবে, সেটা একেবারেই মানা যায় না। তিনি বলেন যে অজি ক্রিকেটের দুশো বছরের ইতিহাসে এত মন্থর ভাবে কেউ খেলেনি।'
বিরাট না রাহানে, আগামী দিনে টেস্টে অধিনায়ক কে? কী উত্তর দিলেন সৌরভ