For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে কোন মাইলস্টোন গড়লেন বিরাট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে কোন মাইলস্টোন ছুঁলেন বিরাট

  • |
Google Oneindia Bengali News

সুপার সান ডে-র হাইভোল্টেজ ম্যাচে সিডনিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। সিরিজে ০-১ পিছিয়ে থাকা অবস্থায় আজ অজিদের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে মেন ইন ব্লু। টস জিতে এদিন শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অ্যারন ফিঞ্চের।

 মাইলস্টোন ছুঁলেন বিরাট

মাইলস্টোন ছুঁলেন বিরাট

সিডনিতে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে আজ ওডিআই ক্রিকেটের নতুন মাইলস্টোন ছুঁলেন বিরাট। এদিন ওডিআই কেরিয়ারে ২৫০ তম ম্যাচ খেলতে নামলেন কোহলি।

বিরাটের রান

বিরাটের রান

২০০৮ সালের ১৮ অগাস্ট ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেকের পর ভারতীয় ক্রিকেটে দীর্ঘ এক যুগ কাটিয়ে ফেলেছেন কোহলি। ওডিআই ক্রিকেটে আজ তাঁর ২৫০ তম ম্যাচ। ২৪৯ ম্যাচ খেলে কোহলির নামের পাশে ১১৮৮৮ রান রয়েছে। সর্বোচ্চ সংগ্রহ ১৮৩ রান।

সর্বোচ্চ ওডিআই ম্যাচ খেলায় ভারতীয়দের মধ্যে বিরাট কোথায়

সর্বোচ্চ ওডিআই ম্যাচ খেলায় ভারতীয়দের মধ্যে বিরাট কোথায়

এদিন ২৫০তম ওডিআই ম্যাচ খেলতে নেমে বিরাট কোহলি, ভারতীয়দের মধ্য়ে সর্বোচ্চ ওডিআই ম্যাচে খেলার তালিকায় ৮ নম্বরে উঠে এলেন।

একনজরে তালিকা

একনজরে তালিকা

৪৬৩ টি ওডিআই খেলে তালিকায় শীর্ষস্থানে সচিন তেন্ডুলকর।
৩৪৭টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে মহেন্দ্র সিং ধোনি
৩৪০টি ম্যাচ খেলে তৃতীয় স্থানে রাহুল দ্রাবিড়
৩৩৪টি ম্যাচ খেলে চারে মহম্মদ আজহারউদ্দিন
৩০৮টি ম্যাচ খেলে পাঁচে সৌরভ গঙ্গোপাধ্যায়
৩০১টি ম্যাচে খেলে ছয় নম্বরে যুবরাজ সিং
২৬৯টি ম্যাচ খেলে সাত নম্বরে অনিল কুম্বলে
২৫০টি ওডিআই ম্যাচ খেলে আট নম্বরে বিরাট কোহলি

সচিনের পরেই রয়েছেন বিরাট

সচিনের পরেই রয়েছেন বিরাট

অন্যদিকে ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি হাঁকানোর তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন বিরাট। ভারতীয় ক্রিকেট লেজেন্ড সচিনের ওডিআই ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি ছিল। সেখানে বিরাটের সেঞ্চুরি সংখ্যা ৪৩টি। লিটল মাস্টারের থেকে ওডিআই সেঞ্চুরিতে আর মাত্র ছয় কদম দূরে রয়েছেন কোহলি।

English summary
Ind vs Aus 2nd odi: Virat kohli reach new milestone, playing 250 odi for india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X