For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভমান না মায়াঙ্ক, সিডনিতে রোহিতের সঙ্গে ওপেনে কে? কী মত সুনীল গাভাসকরের

শুভমান না মায়াঙ্ক, সিডনিতে রোহিতের সঙ্গে ওপেনে কে? কী মত সুনীল গাভাসকরের

  • |
Google Oneindia Bengali News

সিডনিতে তৃতীয় টেস্ট শুরুর আগে কোয়ারেন্টাইন পর্ব সম্পূর্ণ করে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা। অজিভূমে ভারতের হয়ে এবার হিটম্যানকে খেলতে দেখা যাবে। তার আগে দলের ব্যাটিংয়ে রোহিতকে কোথায় ব্যবহার করা উচিত, সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন সুনীল গাভাসকর।

রোহিতই শুরু করুক, সঙ্গী হিসেবে কাকে পছন্দ গাভাসকরের

রোহিতই শুরু করুক, সঙ্গী হিসেবে কাকে পছন্দ গাভাসকরের

কিংবদন্তি ভারতীয় ওপেনার সুনীল গাভাসকর বলছেন, রোহিতের উচিত মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ইনিংস শুরু করা। রোহিত দীর্ঘ সময় পর ফিরলেও ওপেন করার ক্ষেত্রে তাঁর কোনও সমস্যা হবে না। সেক্ষেত্রে রোহিতের সঙ্গে মায়াঙ্ককে চাইছেন গাভাসকর।

ব্যাটে ব্যর্থ মায়াঙ্ক

ব্যাটে ব্যর্থ মায়াঙ্ক

দুই টেস্টের চারটে ইনিংসে মায়াঙ্ক ১৭, ৯, ০ এবং ৫ রান হাঁকিয়েছেন। ব্যাট হাতে মায়াঙ্কের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। অন্যদিকে বক্সিং ডে টেস্টে অভিষেক হওয়া আর এক ওপেনার শুভমন গিল প্রথম ইনিংসে ৪৫ রান করেছেন। অল্পের জন্য অভিষেকে অর্ধশতরান মিস করেন গিল। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৫ হাঁকান। তা সত্ত্বেও মায়াঙ্কের হয়ে সওয়াল করলেন সানি।

মায়াঙ্ককে আরও একবার সুযোগ দেওয়া উচিত, মত গাভাসকরের

মায়াঙ্ককে আরও একবার সুযোগ দেওয়া উচিত, মত গাভাসকরের

গাভাসকর বলেন, 'মায়াঙ্ককে আর একটা সুযোগ দেওয়া উচিত। এত দ্রুত কঠিন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।' সানির কথায়, 'গত দেড় বছরে মায়াঙ্ক দারুণ টেম্পারমেন্ট দেখিয়েছে। প্রত্যেক ব্যাটসম্যানেরই এমন খারাপ সময় আসে। নিষ্ঠুর না হয়ে মায়াঙ্ককে আরও একটা সুযোগ দেওয়া উচিত।

গিলকে কোথায় দেখতে চাইছেন সানি

গিলকে কোথায় দেখতে চাইছেন সানি

সেক্ষেত্রে শুভমান গিলকে মিডল অর্ডারে দেখতে চাইছেন সানি। গিল অভিষেক টেস্টে দারুণ খেলেছেন এবার রাহানের সঙ্গে তিনি মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে পারবেন বলে গাভাসকরের বিশ্বাস। প্রসঙ্গত রাহুল যদি দলে আসেন এবং রোহিত যদি ওপেন করেন তাহলে ভাল খেলেও গিলকে হয়তো বসতে হবে। ওপেনে রোহিত মায়াঙ্ক ও মিডল অর্ডারে তখন লোকেশ রাহুল খেলতে পারেন।

English summary
Ind vs Aus 2020: Sunil Gavaskar suggests new opening pair for third Test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X