For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিনব রেকর্ড! টানা ১০টি টি-২০ ম্যাচ জয় সঙ্গে বিদেশের মাটিতেও টানা ১০ টি-২০ ডুয়েল জয় ভারতের

অভিনব রেকর্ড! টানা ১০টি টি-২০ ম্যাচ জয় সঙ্গে বিদেশের মাটিতেও টানা ১০ টি-২০ ডুয়েল জয় ভারতের

  • |
Google Oneindia Bengali News

সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জিতে, ৩ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। জয়ের জন্যে ১৯৫ রান তাড়া করতে নেমে হার্দিকের ঝোড়ো ৪২ রানে ভর করে এই জয়ের ফলে টি-২০ সিরিজ জিতে ওডিআই সিরিজ হারের মধুর বদলা নিল মেন ইন ব্লু।

বিদেশ সফরে টানা ১০ ম্যাচ জয়

বিদেশ সফরে টানা ১০ ম্যাচ জয়

অন্যদিকে এই জয়ে বিদেশ সফরে(অ্যাওয়ে) টানা ১০টি টি-২০ ম্যাচ জিতল ভারত। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩টি টি২০ জয়ের পর, ২০২০ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে টানা ৫টি টি-২০ জিতেছিল মেন ইন ব্লু। এরপর অজিভূমে এবার টানা ২টি টি-২০ জয় ভারতের। ফলে সব মিলিয়ে ঘরের বাইরে, ১০টি টি-২০ ম্যাচ জিতল ভারতীয় দল।

শেষবার কবে টি-২০ ম্যাচ হেরেছে ভারত

শেষবার কবে টি-২০ ম্যাচ হেরেছে ভারত

প্রসঙ্গত হোম অ্যাওয়ে সব মিলিয়ে দেখতে গেলে আবার টানা ১০টি টি-২০ ম্যাচ জিতল ভারত। শেষবার টি-২০ ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে সিরিজের দ্বিতীয় টি-২০ হেরেছিল ভারত।২০১৯ সালে ৮ ডিসেম্বর সেই ম্যাচ হারার পর, হোম অ্যাওয়ে মিলিয়ে টানা ১০টি ম্যাচ জিতল মেন ইন ব্লু।

হোম-অ্যাওয়ে মিলিয়ে কটি জয়

হোম-অ্যাওয়ে মিলিয়ে কটি জয়

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচটি হারের পর ভারত ঐ সিরিজের শেষে ম্যাচে মুম্বইয়ে জয় পায়। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২টি টি-২০ জয়। পরে বিদেশ সফরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২টি টি-২০ জয় ভারতের। অর্থাৎ ৮ ডিসেম্বর ২০১৯সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হারের পর হোম অ্যাওয়ে মিলিয়ে মোট ১০টি টি-২০ জিতল মেন ইন ব্লু।

ভারতের পরের টি-২০ কবে

ভারতের পরের টি-২০ কবে

অজিদের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এবার মঙ্গলবার সিডনিতে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে শেষ টি-২০ ম্যাচে মাঠে নামবে ভারত। কোহলি অ্যান্ড কোম্পানি ৩-০ করতে পারে কিনা, সেটাই এখন দেখার।

English summary
ind vs Aus: 10th successive win away from home for India in T20Is
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X