ডনের দেশে টি-২০ মহারণ: অজিদের বিরুদ্ধে প্রথম ম্যাচে কী হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ
ডনের দেশে ওডিআইয়ে সিরিজ হোয়াইটওয়াশ বাঁচানোর পর বিরাটের সামনে এবার টি-২০ চ্যালেঞ্জ। শুক্রবার ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে টি-২০ সিরিজে ঢাকে কাঠি। একনজরে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ কী হতে পারে দেখে নেওয়া যাক।

দুই ওপেনার
শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিংয়ে মায়াঙ্ক আগারওয়াল। আইপিএলে দুই ক্রিকেটারই ব্যাটে দারুণ ছন্দে ছিলেন। মরুশহরের আইপিএলে ধাওয়ান টানা ২ ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে এবছর রেকর্ড গড়েছেন। ফলে তাঁর থেকে প্রত্যাশা তুঙ্গে। সেই সঙ্গে পাঞ্জাবের জার্সিতে মায়াঙ্ক আগারওয়ালও আইপিএল ধুঁয়াধার ব্যাটিং করেছেন। এবার দেশের জার্সিতে অজিদের বিরুদ্ধে টি-২০ ফর্ম্যাটে ডান-বাম জুটি বিধ্বংসী মেজাজে ব্যাটিং ঝড় তুলতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

তিন থেকে পাঁচে কারা
তিনে বিরাট কোহলি। এবছর ওডিআইতে তাঁর ব্যাটে একটিও সেঞ্চুরি নেই। এবার অজিদের বিরুদ্ধে টি-২০তে ব্যাটে বড় রান পেতে মুখিয়ে থাকবেন বিরাট। চারে শ্রেয়স। অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজে বলার মতো রান নেই শ্রেয়সের। তাই দ্রুত ওডিআই ভুলে টি-২০তে তাঁর সামনে রানে ফেরার চ্যালেঞ্জ। শ্রেয়সকে এক ম্যাচ বিশ্রাম দিলে মনীশকে খেলিয়ে দেখতে পারেন বিরাট। পাঁচে লোকেশ রাহুল খেলবেন।

নজরে হার্দিক-জাদেজা
ওডিআই সিরিজে দুরন্ত ব্যাটিংয়ের পর এবার টি-২০তেও হার্দিকের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভারত। সাতে অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা খেলবেন। ক্যানবেরাতে শেষ ম্যাচে ডান-বাম জুটির ব্যাটে ১৫০ রানের পার্টনারশিপ ছিল। এই পার্টনারশিপই তৃতীয় ওডিআইতে ভারতের জয়ের ভিত তৈরি করে দিয়েছিল।

বোলিং বিভাগ
তিন পেসার হিসেবে দীপক চাহার, মহম্মদ শামি ও টি নটরাজন খেলতে পারেন। প্রথম ওডিআইয়ে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। স্পিনার হিসেবে জাদেজাকে সঙ্গ দিতে পারেন ওয়াশিংটন সুন্দর।

একনজরে প্রথম একাদশ
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার/মনীশ পান্ডে, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা,দীপক চাহার, মহম্মদ শামি ও টি নটরাজন, ওয়াশিংটন সুন্দর।
১০ দলের আইপিএল রূপরেখা থেকে নতুন ফ্র্যাঞ্চাইজির নাম, কবে জানাচ্ছে বিসিসিআই